ধোয়ারবন্দে চক্ষু পরীক্ষা শিবির, চশমা বিতরণ লায়ন্সের

ধোয়ারবন্দে চক্ষু পরীক্ষা শিবির, চশমা বিতরণ লায়ন্সের

বরাক তরঙ্গ, ৯ জুন : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ, লায়ন্স ক্লাব অব সিলচর সেন্ট্রালের সহযোগিতায় ধোয়ারবন্দ-এর ‘গ্রিন উড রিসোর্ট’ প্রাঙ্গণে এক বিনামূল্যে ‘ছানি কশনাক্তকরণ ও চোখ পরীক্ষা শিবির’-এর আয়োজন করে। শিবির সোমবার সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলে।
লায়ন্স চক্ষু হাসপাতালের অপটোমেট্রিস্ট মন্দীপ চক্রবর্তী ও প্রিয়ঙ্কা পণ্ডিত মিলে বৃহত্তর ধোয়ারবনদ সহ পার্শ্ববর্তী অঞ্চল থেকে আগত মোট ১০৩ জন রোগীর চোখ পরীক্ষা করেন। তাঁদের মধ্যে ২৬ জন রোগীর ক্যাটারেক্ট (ছানি) ধরা পড়ে। নার্স সেউলি ভট্টাচার্য ও সহকারী সামসুদ্দিন লস্কর শিবিরে প্রধান সহকারী হিসেবে ভূমিকা পালন করেন। যাঁদের ক্যাটারেক্ট ধরা পড়েছে, তাঁদের অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে লায়ন্স আই হাসপাতালে আগামীকাল করা হবে। এছাড়াও আজকের শিবিরে ৪৯ জন দরিদ্র রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। “ইয়োথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি)” ধলাই অ্যাসেম্বলি কমিটি এই শিবিরকে সফল করতে গুরুত্বপূর্ণ সহায়তা ও সহযোগিতা প্রদান করেছে। মোহন মালা এই শিবিরের ইনচার্জ ছিলেন।

ধোয়ারবন্দে চক্ষু পরীক্ষা শিবির, চশমা বিতরণ লায়ন্সের

‘লায়ন্স ক্লাব ভ্যালি ভিউ-র পক্ষ থেকে গাইডিং লায়ন সঞ্জীব রায়, সম্পাদক অনুপ রায়, সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় প্রমুখ উপস্থিত ছিলেন। ইয়াসির পক্ষে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াসি ধলাই অ্যাসেম্বলি কমিটির সভাপতি শেখর ধর, ধ্রুব দে, সুদিপ রায়, আশুতোষ মল্লিক, করন জানা, কুনাল দে, শিতা মিশ্র, রাজকুমার গোয়ালা, রামু বড়াইক ও আশা কর্মী সুচিত্রা তাঁতী প্রমুখ। অনুপ রায় ও বন্দিতা ত্রিবেদী রায় গ্রিন উড রিসোর্ট -এর কর্নধার বাবুল রাইকে সর্বাঙ্গীন সহযোগিতা ও সমন্বয়ের জন্য আন্তরিক ধন্যবাদ জানান, যার ফলে এই শিবিরটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।

Spread the News
error: Content is protected !!