ক্ষুদিরামের প্রতি শ্রদ্ধা নিবেদন লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউর
বরাক তরঙ্গ, ১২ আগস্ট : শহিদ ক্ষুদিরাম বসুর ১১৭তম মৃত্যুবার্ষিকী পালন করেছে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। অল্প বয়সে আমাদের দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করা ভারতের এই বীর সন্তানকে ক্লাব ভ্যালি ভিউ গভীর শ্রদ্ধা ও গর্বের সঙ্গে স্মরণ করেছে। সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়ের নেতৃত্বে ক্লাবের সদস্যরা শিলচরের ক্লাব রোডে এই মহান স্বাধীনতা সংগ্রামীর মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং সন্ধ্যাবেলায় মূর্তির পাদদেশে মোমবাতি প্রজ্বলন করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন প্রজেক্ট চেয়ারপার্সন পুষ্পাবতী রায়, প্রশান্ত ভট্টাচার্য এবং গাইডিং লায়ন সঞ্জীব রায়। এই গৌরবময় দিনে ক্লাব শহিদের মহান কর্ম ও ত্যাগকে স্মরণ করেছে।