রক্তদান সচেতনতায় লায়ন্স ক্লাব অব শিলচর লায়নেসের উদ্যোগ
অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ,, ১০ আগস্ট : রক্তদানের প্রয়োজনীয়তা ও উপকারিতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে লায়ন্স ক্লাব অব শিলচর লায়নেস আয়োজন করল এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। বড়খলা ব্লকের অধীন পশ্চিম শিলচরের কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ক্যাম্পে সহযোগিতা করে শিলচর সিভিল হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক।
কলেজের শিক্ষক, অশিক্ষক কর্মী ও শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে এই সচেতনতা শিবিরে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ ইন্দ্রাণী ভট্টাচার্য এবং হাইলাকান্দির এসএস. কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিতোষচন্দ্র দত্ত। তাঁরা রক্তদানের মানবিক গুরুত্ব, নিয়মিত রক্তদানের স্বাস্থ্যগত সুফল এবং সমাজের প্রয়োজনীয়তা নিয়ে বিশদভাবে আলোচনা করেন।

শিলচর সিভিল হাসপাতালের ব্লাড ব্যাংকের পক্ষ থেকেও অংশগ্রহণকারীদের রক্তদানের বিভিন্ন দিক ও উপকারিতা তুলে ধরা হয়। বক্তারা জানান, নিয়মিত ও স্বেচ্ছায় রক্তদান মানুষের জীবন রক্ষা করতে এক অনন্য উদ্যোগ, যা সমাজের প্রত্যেকেরই পালন করা উচিত। ক্লাবের পক্ষ থেকে শিলচর সিভিল হাসপাতালের রক্ত ব্যাংককে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয় এই প্রকল্পে সহযোগিতার জন্য। পাশাপাশি যাঁরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে ক্যাম্প সফল করেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এই উদ্যোগের মাধ্যমে আয়োজকরা আশা করছেন, রক্তদানের মতো মহৎ কাজে আরও বেশি মানুষ অনুপ্রাণিত হবেন এবং নিয়মিত রক্তদানের অভ্যাস সমাজে প্রসার লাভ করবে।