লায়ন্স ক্লাব অব শিলচর সেঞ্চুরিয়ান ও শিলচর সিটির যৌথ ইনস্টলেশন অনুষ্ঠান
বরাক তরঙ্গ, ২১ আগস্ট : শিলচর হাইলাকান্দি রোডস্থিত কুঞ্জলতা বিবাহ ভবনে ‘লায়ন্স ক্লাব অব শিলচর সেঞ্চুরিয়ান’ ও ‘লায়ন্স ক্লাব অব শিলচর সিটি’র যৌথ উদ্যোগে ২০২৫-২৬ লায়ন্স বর্ষের ইনস্টলেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২-জি’র মাননীয় ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন পঙ্কজ কুমার পোদ্দার, প্রাক্তন মাল্টিপল কাউন্সিল চেয়ারম্যান তথা ইন্টারন্যাশনাল ডিরেক্টর এন্ডোর্সি লায়ন মহাবীর প্রসাদ আগরওয়ালা, ডিস্ট্রিক্ট জিএসটি কো-অর্ডিনেটর লায়ন রিশভ লোধা, ডিস্ট্রিক্ট জিএমটি কো-অর্ডিনেটর লায়ন অজয় পোদ্দার, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন গৌতম দেবরায়, লায়ন জগদীশচন্দ্র বণিক, লায়ন কৌশিক দে, রিজিয়ন চেয়ারপারসন লায়ন প্রদীপকুমার বণিক ও লায়ন তুহিনা শর্মা, জোন চেয়ারপারসন লায়ন সত্যজিৎ দাস, লায়ন প্রদীপ ঘোষ, লায়ন সুপর্না চৌধুরী, লায়ন তনুশ্রী দেব, রিজিয়ন জিএসটি কোঅর্ডিনেটর লায়ন সৌমিত্র দত্ত প্রমুখ বিশিষ্ট লায়ন নেতৃবৃন্দ। এছাড়াও শ্রীভূমি, শিলচর সেন্ট্রাল, শিলচর স্মাইল ও শিলচর সিটি ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
শিশু শিল্পীদের পরিবেশিত সুললিত গণেশ বন্দনা ও রাধাকৃষ্ণ ভক্তিমূলক নৃত্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরবর্তী পর্যায়ে শিলচর সেঞ্চুরিয়ানের নবনির্বাচিত সভাপতি লায়ন সর্বানী গোস্বামী ও শিলচর সিটির সভাপতি লায়ন দীপাল ধর তাঁদের সমগ্র টিম নিয়ে শপথ গ্রহণ করেন।
এদিন শিলচর সেঞ্চুরিয়ানের ১২ জন এবং শিলচর সিটির ৬ জন নতুন সদস্য আনুষ্ঠানিকভাবে ক্লাবে যোগদান করেন। নতুন সদস্যদের অন্তর্ভুক্তি এবং অনুষ্ঠানটির সুষ্ঠু আয়োজন সকলের প্রশংসা অর্জন করে। ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন পঙ্কজ কুমার পোদ্দার নবনির্বাচিত সভাপতি ও তাঁদের দলকে অভিনন্দন জানান এবং তাঁদেরকে রূপার কয়েন ও লেপেল পিন প্রদান করে সম্মানিত করেন।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। পরে উপস্থিত লায়ন সদস্যদের পরিবেশিত গান ও নৃত্যের মাধ্যমে এক আনন্দঘন পরিসমাপ্তি ঘটে।