লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ’র মেজর ধ্যানচাঁদের জন্মদিন পালন
বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ‘লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ’ হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিন উদযাপন করেছে। শিলকুড়িতে এক ইংলিশ মিডিয়াম স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে, বিভিন্ন ধরনের খেলা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, লক্ষ্যভেদ প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা, ফুটবল খেলা এবং স্পোর্টস কুইজ আয়োজন করা হয় ‘পূর্ণিমা নাগ সোসাইটির’ মেমোরিয়াল সহযোগিতায়। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হয় এবং ছাত্রছাত্রীদের মধ্যে চকলেটও বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে গাইডিং লায়ন সঞ্জীব রায় ছাত্রছাত্রীদের মধ্যে মেজর ধ্যানচাঁদের জীবনী তুলে ধরেন এবং কেন তাঁকে ‘হকির জাদুকর’ বলা হয় তা ব্যাখ্যা করেন। স্পোর্টস ক্যুইজ পরিচালনা করেন বিদ্যালয়ের অধ্যক্ষ প্রণয় নাগ ও ক্লাব ভ্যালি ভিউ-এর প্রকল্প চেয়ারপার্সন সুবীর দে। এছাড়াও কিংবদন্তিকে শ্রদ্ধা প্রতীক হিসেবে আয়োজোকদের দ্বারা বিদ্যালয় প্রাঙ্গণে দশটি গাছের চারা রোপণ করা হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা ক্লাব ভ্যালি ভিউ-এর এই ধরনের উদ্যোগকে আন্তরিকভাবে প্রশংসা করেন।