ভোটারদের উৎসাহ বাড়াতে ধলাইয়ের আকাশে বাতি ও বেলুন

ভোটারদের উৎসাহ বাড়াতে ধলাইয়ের আকাশে বাতি ও বেলুন

বরাক তরঙ্গ, ৮ নভেম্বর : ধলাই উপনির্বাচনে ভোটারদের উৎসাহ বাড়াতে এসভিইইপি প্রোগামের অধীন এক ব্যতিক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হল ধলাইয়ে। ২০৮টি আকাশ বাতি ও বেলুন ছাড়ল নির্বাচন বিভাগ। শুক্রবার সন্ধ্যা বিএনএনপি স্কুল মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা কমিশনার বক্তব্যে মৃদুল যাদব প্রতিটি ভোটের গুরুত্বের উপর জোর দেন। তিনি গণতন্ত্রের চেতনার সত্যিকারের প্রতিনিধিত্ব হিসেবে “সিভ”-র উদ্যোগের প্রশংসা করেন। ইতিবাচক পরিবর্তন দেখতে চান তার অংশ হওয়ার নাগরিকদের প্রতি আহ্বান জানান ডিসি। আকাশ বাতি উপরের দিকে ভাসানোর সঙ্গে সঙ্গে তারা সম্প্রদায়ের ঐক্য এবং ভাগাভাগি আকাঙ্ক্ষার একটি স্থায়ী দৃশ্য রেখে গেছে।

ভোটারদের উৎসাহ বাড়াতে ধলাইয়ের আকাশে বাতি ও বেলুন

এ দিন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা কমিশনার ভ্যান লাল লিম্পুইয়া নামপুই, সহকারী কমিশনার এবং তথ্য জনসংযোগের ডেপুটি ডিরেক্টর, বরাক ভ্যালি জোন  বনক্যা চেতিয়া, নির্বাচন আধিকারিক মাসি টপনো এবং অন্যান্য জেলা প্রশাসনের আধিকারিকরাও। তাঁরা ভোটারদের অংশগ্রহণের জন্য সম্মিলিত আহ্বানের উপর জোর দিয়েছিলেন। ইভেন্টটি নির্বাচনী প্রক্রিয়ার প্রতি নতুন করে অঙ্গীকারের অনুভূতির সঙ্গে সমাপ্ত হয়। 

ভোটারদের উৎসাহ বাড়াতে ধলাইয়ের আকাশে বাতি ও বেলুন
Spread the News
error: Content is protected !!