হাইলাকান্দিতে সৈনিকদের লিগ্যাল সার্ভিসেস ক্লিনিক
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : হাইলাকান্দির জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ে একটি লিগ্যাল সার্ভিসেস ক্লিনিক খোলা হয়েছে। জেলার সৈনিক এবং প্রাক্তন সৈনিকদের বিভিন্ন আইনি পরিষেবা দিতে এই ক্লিনিক টি কাজ করবে। শনিবার জেলা সৈনিক কল্যাণ আধিকারিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে ক্লিনিকটির উদ্বোধন করেন জেলা সৈনিক কল্যাণ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) অখিলেশ কুমার যাদব।
এই উপলক্ষে অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন এডভোকেট আজিজুর রহমান লস্কর, অ্যাডভোকেট নমিতা দেবনাথ এবং এডভোকেট আক্রম লস্কর।

