মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর উদ্দেশে রওনা উইলিয়ামস-উইলমোর

১৮ মার্চ : দীর্ঘ অপেক্ষার অবসানে ঘরে ফিরছেন উইলিয়ামস-উইলমোর। অপেক্ষায় গোটা বিশ্ব। নাসা-র তথ্য, ভারতীয় সময় সাড়ে দশটার কিছু পরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর উদ্দেশে রওনা দেয় স্পেসএক্সের ড্রাগন যান। স্পেসএক্সের ড্রাগন যানেই ঘরে ফিরছেন সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর।

দীর্ঘ অপেক্ষা। কয়েকদিনের জন্য মহাকাশে গিয়ে কয়েকমাস। ২০২৪-এর জুন মাসে মহাকাশে গিয়েছিলেন তাঁরা। বিপত্তির শুরু বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর। তারপর থেকে বারবার আইএসএস থেকে বিশ্বে ফেরার পরিকল্পনা হলেও নানা কারণে আটকে গিয়েছে তা।

অবশেষে প্রতীক্ষার অবসান। মহাকাশ স্টেশনকে বিদায় জানিয়ে ঘরের পথে পাড়ি দিলেন সুনীতারা। সব ঠিক থাকলে তাঁরা মঙ্গলবার EDT সময় অনুযায়ী সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর ৩টা ২৭ মিনিটে) ফ্লোরিডার উপকূলে অবতরণ করবেন।

সুনীতাদের ঘরে ফেরার অপেক্ষা বিশ্বের। আর ঠিক সেই কারণেই গোটা বিশ্ব তাঁদের ঘরের ফেরার প্রতিটি মুহূর্ত দেখতে পাবেন চাইলেই। নাসা ইতিমধ্যেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে স্পেসএক্স ক্রু-৯-এর পৃথিবীতে প্রত্যাবর্তনের সরাসরি সম্প্রচার শুরু করেছে, যার শুরু ড্রাগন মহাকাশযানের হ্যাচ বন্ধ করার প্রস্তুতি থেকে। হ্যাচ বন্ধ করার প্রস্তুতি সোমবার সন্ধে থেকে শুরু হয়েছে।

মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর উদ্দেশে রওনা উইলিয়ামস-উইলমোর

Author

Spread the News