লতু মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে বিনামূল্যের চিকিৎসা শিবির

বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : ভারত বিকাশ পরিষদ, শ্রীভূমি শাখা, ‘সক্ষম’ শিলচর এবং লতু মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের যৌথ উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এক চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। শনিবার আয়োজিতবশিবিরের মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ এলাকার সাধারণ মানুষকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা।

এই চিকিৎসা শিবিরে মোট ১৭৫ জন সেবাগ্রহণকারী তাঁদের রক্তের নানাবিধ পরীক্ষা করান। পরীক্ষার ফলাফলে ১৩ জনের চোখে ছানি ধরা পড়ে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অচিরেই তাঁদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।

চিকিৎসা শিবিরে উপস্থিত থেকে পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শ দেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ তাপস কুমার বণিক এবং ডাঃ সালেহ আলমেদ। শিবির শেষে রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনা লমূল্যে বিতরণ করা হয়।

লতু মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে বিনামূল্যের চিকিৎসা শিবির

ভারত বিকাশ পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখার সভাপতি নেপাল কৃষ্ণ ধর,সম্পাদক নন্দ কৃষ্ণ বণিক, ডাঃ মৃণালকান্তি ভট্টাচার্য, ডাঃ শতরূপা ভট্টাচার্য, আইনজীবী অজয়কুমার দাস, আইনজীবী হিমাদ্রি দাস, রত্ন পাল, শিখা দে, অনুসুয়া দাস, বিশ্বনাথ দেব, সঞ্চিতা দেব, মনোহর সিনহা,  শুভদীপ রায়চৌধুরী, বিশ্বরঞ্জন দাস, অমিত দাস, মঞ্জু দাস প্রমুখ।

এছাড়াও লতু মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের এসএমডিসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন জয়নাল আবেদিন, শহিদুল ইসলাম, আলিম উদ্দিন প্রমুখ।

এছাড়া আলিমণি সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি তুষারকান্তি ভট্টাচার্য, কনভেনার আব্দুল করিম, বিশ্বজিৎ দাস, রজত চক্রবর্তী, জ্যোতির্ময় দাস সহ অন্যান্যরা।

বিদ্যালয়ের অধ্যক্ষ বিশ্বজ্যতি দে জানান, এই শিবিরের মূল উদ্দেশ্য কেবলমাত্র গ্রামীণ মানুষকে চিকিৎসা সুবিধা দেওয়া নয়, বরং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে জনসেবার মানসিকতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা। ভবিষ্যত প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করাই আমাদের অন্যতম লক্ষ্য।

আয়োজক মহল মনে করেন, এই ধরনের চিকিৎসা শিবির শুধুমাত্র স্বাস্থ্যসেবা নয়, বরং সমাজে সচেতনতা বৃদ্ধি, সহযোগিতা ও মানবিকতার প্রসার ঘটায়। বিশেষ করে ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনের উদ্যোগ স্থানীয় মানুষদের মধ্যে গভীর সন্তোষের সঞ্চার করেছে।

Spread the News
error: Content is protected !!