সাহিত্যে নোবেল জয়ী হাঙ্গেরির কিংবদন্তি লেখক লাসলোহ

১০ অক্টোবর : সাহিত্যের দরবারে ফের এবার নজর কাড়ল হাঙ্গেরির কিংবদন্তি লেখক লাসলোহ ক্রাসনাহোরকায়েহি। ২০২৫ সালের নোবেল সাহিত্যে বিজয়ী এই লেখক তাঁর মহাকাব্যিক রচনার জন্য পরিচিত।

৯ অক্টোবার ২০২৫, রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস-এর সিদ্ধান্তে হাঙ্গেরির লেখক লাসলোহ ক্রাসনাহোরকায়েহি ‘ভয়ঙ্কর ধ্বংস আর সন্ত্রাসের আবহেও শব্দনৈপুণ্যে সৃজনের স্বপ্ন দেখানোর কারিগর’-এর জন্য নোবেল পুরস্কারে তাঁকে সন্মানিত করা হয়।

১৯৫৪ সালে রোমানিয়ান সীমান্তের কাছে একটি শহরে তাঁর জন্ম এবং ১৯৮৫ সালে তাঁর প্রথম সাহিত্যে ‘সাতানতাঙ্গো’ প্রকাশিত তারপর একাধিক লেখালেখিতে পাঠকের মন চুম্বকের মতো টেনে রেখেছেন তিনি।

Spread the News
error: Content is protected !!