লঙ্কা কৃষ্ণ বরা বিএড কলেজে সচেতনতা অনুষ্ঠান

পিএনসি, লঙ্কা।
বরাক তরঙ্গ, ২৫ মার্চ : লঙ্কা শহরের ঐতিহ্যবাহী উচ্চশিক্ষার কেন্দ্র কৃষ্ণ বরা বিএড কলেজের প্রশিক্ষার্থী ও শিক্ষকদের প্রশংসনীয় পদক্ষেপ। কলেজের দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের জ্ঞানদ্বীপ সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং পরশুরাম মজুমদার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষার্থীদের দ্বারা মহিলার স্বাস্থ্য এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর এক বিশেষ সজাগতা সভা অনুষ্ঠিত হয়। পরশুরাম মজুমদার উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হওয়া সভায় মহিলা অভিভাবক সহ জ্যেষ্ঠ  নাগরিকরা উপস্থিত ছিলেন।

সমাজকে সচেতনতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশে সভাটি পরিচালনা করেন বিএড কলেজের শিক্ষক প্রশিক্ষার্থী ছাত্রী কৌশলা পারভিন। সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন বাপ্পিরানি দে। সভায়  সভাপতিত্ব করেন পরশুরাম উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজন্ত চন্দ। মহিলাদের সুস্বাস্থ্য এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর গুরুত্ব আরোপ করে আলোকপাত করা হয়।

লঙ্কা কৃষ্ণ বরা বিএড কলেজে সচেতনতা অনুষ্ঠান

অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লঙ্কা খণ্ড প্রাথমিক চিকিৎসালয়ের রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের বিপিএম নমিতা বরা। তিনি মহিলাদের বিভিন্ন সমস্যার উপর বক্তব্য রাখেন। সভায় সচেতনতার উপর একটি নাটক পরিবেশন করা হয়। অনুষ্ঠানে কৃষ্ণ বরা বিএড কলেজের সহকারি অধ্যাপক রাজেন ঠাকুর ও সাথী দে উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ক্রমে কৌশরা পারভিন, মমতা বণিক, সহিনা সুলতানা, পূরবী দাস, রাখি সাহা, জ্যোতিকা বর্মন, বিক্রম দাস, কৃষ্ণা দেবী, অহিদা সুলতানা, পল্লবী গুপ্তা এবং বাপ্পিরানি দে।

লঙ্কা কৃষ্ণ বরা বিএড কলেজে সচেতনতা অনুষ্ঠান
লঙ্কা কৃষ্ণ বরা বিএড কলেজে সচেতনতা অনুষ্ঠান
Spread the News
error: Content is protected !!