ভাষা শহিদ স্মরণ, বীর সেনানীদের শ্রদ্ধা নিবেদনেশুক্রবার ‘বরাকের আওয়াজ’- এর মিছিল

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ মে : একাদশ ভাষা শহিদ স্মরণে এবং দেশের শহিদ বীর সেনানীদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদনে ১৬ মে, শুক্রবার বিকেল তিনটায় শহর শিলচরে ‘বরাকের আওয়াজ’-এর আহ্বানে মহামিছিল বের হবে। মিছিল শুরু হবে রাঙ্গিরখাড়ি নেতাজিমূর্তির পাদদেশ থেকে, পরিক্রমা করবে প্রেমতলা, শিলংপট্টি হয়ে গান্ধীবাগ অবধি।  উনিশে-র চেতনাকে সর্বত্র ছড়িয়ে দিতে এই মিছিলে শামিল হওয়ার জন্য এ অঞ্চলের ভাষাপ্রেমী তথা সকল ভাষিক জনগোষ্ঠীর মানুষের প্রতি বিনম্র অনুরোধ জানানো হয়েছে। ‘বরাকের আওয়াজ’- এর পক্ষ থেকে বলা হয়েছে, ১৯৬১-র উনিশে মে-র সেই রক্তঝরা দিনে একাদশ শহিদের আত্মত্যাগের বিনিময়ে বরাক উপত্যকায় বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।ভাষা শহিদদের এই জীবন বলিদান কখনও বৃথা যেতে পারে না। তাঁদের আদর্শ শিরোধার্য করেই পথ চলতে হবে বরাকবাসীকে। বরাক উপত্যকার ভাষিক অধিকার এবং আত্মমর্যাদাকে যে কোনও মূল্যে প্রতিষ্ঠিত করতে হবে।

অন্যদিকে, শৌর্য, পরাক্রমে ভারতের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে সামরিক বাহিনী, আধা-সামরিক বাহিনী সহ বিভিন্ন স্তরের নিরাপত্তারক্ষী, যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করার জন্য এই মিছিলে সর্বস্তরের জনগণকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে বরাকের আওয়াজ’।

ভাষা শহিদ স্মরণ, বীর সেনানীদের শ্রদ্ধা নিবেদনেশুক্রবার 'বরাকের আওয়াজ'- এর মিছিল
Spread the News
error: Content is protected !!