লঙ্গাই নদী থে‌কে অ‌বৈধ বালু তোলার মে‌শিন বাজেয়াপ্ত

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৮ ফেব্রুয়ারি : পাথারকা‌ন্দির পয়লামুলি এলাকার নয়াবাজার লঙ্গাই নদী থে‌কে এক‌টি অ‌বৈধ বালু তোলার মে‌শিন বাজেয়াপ্ত করল বন বিভাগ। শ‌নিবার স্থানীয় রেঞ্জকর্তা প্রণব ক‌লিতার নি‌র্দেশে বৈঠাখাল ফ‌রেস্ট বি‌টের অফিসার মিন্টু বরুয়া দলবল নি‌য়ে অকুস্থ‌লে হানা দি‌য়ে একটি বালু তোলার মোটর পাম্প বাজেয়াপ্ত ক‌রেন। ত‌বে কোন ধরপাক‌ড়ের খবর পাওয়া যায়‌নি।

লঙ্গাই নদীর এক নম্বর মহাল থে‌কে এক‌টি চক্র অ‌বৈধ উপা‌য়ে পাম্প মে‌শিন লা‌গি‌য়ে বালু তো‌লে অন‌্যত্র পাচার কর‌ছিল। এমন অ‌ভি‌যো‌গ ছিল স্থানীয়দের। অব‌শে‌ষে বন বিভা‌গ অভিযান চালায়।

লঙ্গাই নদী থে‌কে অ‌বৈধ বালু তোলার মে‌শিন বাজেয়াপ্ত
লঙ্গাই নদী থে‌কে অ‌বৈধ বালু তোলার মে‌শিন বাজেয়াপ্ত

Author

Spread the News