গাছ রোপনের জন্য জমি দেওয়া হবে : মন্ত্রী কৌশিক

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : কাছাড় জেলায় গাছ রোপনের জন্য জমি দেওয়া হবে। গ্রিন অরণ্য সংগঠনকে গাছ রোপনের জন্য জমি দেওয়া হবে। শিলচরের নরসিংটলা মাঠে গ্রিন অরণ্যের পুষ্প মেলা ও প্রদর্শনীতে অংশ নিয়ে একথা জানান রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ, খনি ও খনিজ এবং বরাক উপত্যকা বিভাগের মন্ত্রী কৌশিক রায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা অমৃত বৃক্ষ আন্দোলন শুরু করেছেন। প্রথম বছর এক কোটি ১২ লক্ষ গাছ লাগানো হয়েছিল। গত বছর তিন কোটি গাছ লাগানো হয়েছে। সরকারের উদ্দেশ্য ছিল সরকারি বিভাগ এনজিও সহ বিভিন্ন দল সংগঠন পরিবেশকে রক্ষা করার জন্য গাছ লাগানো। তিনি বলেন, গ্রিণ অরণ্যের প্রথম বার ফ্লাওয়ার শোতে অংশ গ্রহণ করেছেন বলে  জানান তিনি। আজ থেকে গ্রিন অরণ্যের তিনদিনব্যাপী শিলচরের নরসিং তোলা মাঠে পুষ্পমেলা প্রদর্শনী ও প্রতিযোগিতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, গ্রিন অরণ্যের সভাপতি বিমলেন্দু রায়, অধ্যাপক দিলীপকুমার বৈদ্য, আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, বিজেপি নেতা উদয় শংকর গোস্বামী, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, অধ্যাপক বিভাস দেব, গ্রিণ অরণ্যের সহ সভাপতি প্রদীপ বণিক সহ অন্যান্যরা। উল্লেখ্য, গ্রিন অরণ্যের আয়োজিত অনুষ্ঠানের মঞ্চ মন্ত্রী কৌশিক রায়ে বাবা কৃষ্ণ প্রসাদ রায় ও মাতৃদেবী ফুলমতি রায়ের নামে উৎসর্গকৃত করা হয়েছে।

গাছ রোপনের জন্য জমি দেওয়া হবে : মন্ত্রী কৌশিক
গাছ রোপনের জন্য জমি দেওয়া হবে : মন্ত্রী কৌশিক
Spread the News
error: Content is protected !!