ললিত কলা কেন্দ্র গুয়াহাটির উদ্দ্যোগে পাথারকান্দিতে অঙ্কন প্রতিযোগিতা
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৩০ জুলাই : পড়াশুনার পাশাপাশি পড়ুয়াদের সৃজনশীল চেতনাকে জাগ্রত করতে ললিত কলা কেন্দ্র গুয়াহাটির উদ্দ্যোগে পাথারকান্দি হলি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুলে এক অঙ্কন প্রতিযোগিতায় ব্যাপক সাড়া পড়ে। গ্রীষ্মকালের দাবদাহ গরমকে উপেক্ষা করে এই স্কুল ছাড়া ও এলাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় শতাধিক শিল্পীরা জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শ্রেণী ভিত্তিক মোট তিনটি বিভাগে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়।
এতে বিভিন্ন ক্ষুদে শিল্পীদের হাতের রঙ তুলিতে আঁকা বিভিন্ন শিল্পকলা উঠে আসে। সকাল থেকে অনেক অভিভাবকদের নিজেদের সন্তানদের লুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে এই প্রতিযোগিতার মঞ্চে নিয়ে আসতে দেখা যায়। পরে এনিয়ে কথা বলতে গিয়ে গুয়াহাটির ললিত কলা কেন্দ্রের ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর জয়দীপ কর বলেন, পড়ুয়াদের সৃজনশীল প্রতিভাকে জাগ্রত করতে ললিত কলা কেন্দ্র অসমের বিভিন্ন স্থানে এধরণের প্রতিযোগিতার আয়োজন করে চলছে। ব্যতিক্রম নয় বৃহত্তর বরাক উপত্যকাও। তাই প্রথমবারের মতো পাথারকান্দির মত এই প্রত্যন্ত অঞ্চলে ছাত্রছাত্রী সহ অভিভাবকদের কাছ থেকে এধরণের সাড়া পাব আশা করিনি বলে জসদীপ কর জানান। পাশাপাশি তিনি স্কুল কর্তৃপক্ষের প্রতি ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, আজকের এই প্রতিযোগিতা থেকে বিজয়ীরা পরবর্তীতে গুয়াহাটিতে দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।