অযোধ্যায় সড়ক দুর্ঘটনায় লক্ষীপুরের শিক্ষিকার মৃত্যু, আহত শিশুসহ স্বামী

বরাক তরঙ্গ, ৩০ নভেম্বর : তীর্থ ক্ষেত্র অযোধ্যায় গিয়ে আর বাড়ি ফেরা হল না লক্ষীপুরের বিন্নাকান্দি ঘাটের শিক্ষিকা কৃষ্ণা কালোয়ার সিংয়ের।  শুক্রবার গভীর রাতে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। মারাত্মক আহত হয়ে হাসপাতালে শয‍্যাশায়ী তাঁর স্বামী মুকেশ সিং (৪১)। দুর্ঘটনায় আঘাত প্রাপ্ত হয়েছে তাদের আড়াই বছরের কন‍্যা শিশুও।এছাড়াও দুর্ঘনাগ্রস্ত গাড়িতে তাদের দু’জন নিকটাত্মীয় ছিলেন তারাও আহত হয়েছেন বলে জানা যায়।

বিন্নাকান্দি ঘাটের মুকেশ সিং স্ত্রী সন্তান নিয়ে তীর্থ ভ্রমণে অযোধ্যায় গিয়েছিলেন। শুক্রবার রাতে অযোধ্যা থেকে একটি গাড়িতে করে তারা এলাহাবাদের উদ্দেশ‍্যে যাত্রা করেন। এলাহাবাদ যাওয়ার পথে প্রয়াগরাজে তাদের গাড়ি দুর্ঘনাগ্রস্ত হয় বলে জানা যায়। ভয়ঙ্কর দুর্ঘটনায় ঘটনাস্থলেই কৃষ্ণা কালোয়ার সিং (৩৫) এর মৃত্যু ঘটে। আহত মুকেশ সিংয়ের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। এলাহাবাদের এমজি রোডের স্বরূপরানি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মুকেশ। তার আড়াই বছরের কন‍্যা শিশু সহ দুজন নিকটাত্মীয় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা যায়। হত কৃষ্ণা কালোয়ার সিং পালোরবন্দ গার্ডেন হাইস্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন।       

অযোধ্যায় সড়ক দুর্ঘটনায় লক্ষীপুরের শিক্ষিকার মৃত্যু, আহত শিশুসহ স্বামী

Author

Spread the News