প্রয়াত অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রধান পুরোহিত লক্ষীকান্ত
২২ জুন : দেহাবসান অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে প্রধান পুরোহিত লক্ষীকান্ত দীক্ষিতের। শনিবার সকালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৬ বছর।
তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছে, শনিবার সকালে তাঁর স্বাস্থ্যের হঠাৎ অবনতি হয় এবং কিছুক্ষণ পরেই তিনি দেহ ত্যাগ করে। পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিতের মৃত্যু সংবাদ পেয়ে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
কাশী ধামের অন্যতম প্রধান পুরোহিত ছিলেন লক্ষীকান্ত। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের পর সকলের কাছে পরিচিত হয়েছিলেন তিনি। রাম মন্দির উদ্বোধনের দিন নানা আচার-অনুষ্ঠান পালনে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর পরিবারের সদস্যরাও মন্দিরের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। মহারাষ্ট্রের সোলাপুর জেলার বাসিন্দা কিন্তু তাঁর পরিবার কয়েক প্রজন্ম ধরে বারাণসীতে বসবাস করেন।