নর্থ হাওয়াইতাঙে জয়ী লায়লাপুর ইয়ং স্টার ক্লাব
শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : নর্থ হাওয়াইতাঙে ময়ীনুল হক চৌধুরী মেমোরিয়াল ট্রফি এর নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র পেল লায়লাপুর ইয়ং স্টার ক্লাব। বুধবার খেলায় ৩-২ গোলে হারায় তাহির গ্যাংস্টার এফসি-কে। ম্যাচে জোড়াগোল করেন সাবিল আহমেদ ও জোসেফ খাসিয়া। খেলার ১৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন সাবিল আহমেদ। পাঁচ মিনিট পর আরও একটি গোল করে দলের ভিত মজবুত করেন সাবিল। ৩০ মিনিটে তাহির গ্যাংস্টার এফসির জোসেফ খাসিয়া গোল করে দলের ব্যবধান ধরিয়ে দেন। ৩৪ মিনিটে দলক সমতায় নিয়ে আসেম জোসেফ।

২-২ গোলের খেলা দ্বিতীয়ার্ধ্বে শুরু থেকে জয়ের লক্ষ্যে লড়াই শুরু হয়। খেলার ৪৪ মিনিটে নির্ণায়ক গোলটি লায়লাপুরের সজীব উদ্দিন। খেলার ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার পান সাবিল আহমেদ। তাঁর হাতে পুরস্কার তুলে দেন ভাগা বাজার জিপির গ্রুপ সদস্য হায়দর হোসেন লস্কর এবং অজন্তা ব্রিকস ইন্ডাস্ট্রির স্বত্বাকারী শাহিদ আহমেদ লস্কর। এ দিন খেলা পরিচালনা করেন কমরুজ্জামান লস্কর, রাজীব আহমদ লস্কর ও প্রবীণ বর্মণ। আগামীকালের খেলায় মুখোমুখি হবে ভাগাবাজার এফসি ও রাজঘাট এফসি।