বাংলাদেশ থেকে এল ৮ ট্রাক ইলিশ
১৭ সেপ্টেম্বর : পূর্ব ঘোষণা মতোই ভারতে ইলিশ পাঠাল বাংলাদেশ। দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ রফতানির কথা ছিল বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকের। সেই মতো মঙ্গলবার রাতে বেনাপোল সীমান্ত পেরিয়ে পেট্রাপোল বন্দরে এল পদ্মার ইলিশ। বন্দর সূত্রে জানা গিয়েছে, ৮টি ট্রাকে ৩৭হাজার ৪৬০ কেজি ইলিশ ঢুকেছে। এবার পুজো উপলক্ষে বাংলাদেশ থেকে মোট ১২০০ মেট্রিক টন ইলিশ আসার কথা।
জানা যায়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩৭টি প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে একটার দিকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সাতটি ট্রাকে ইলিশ পাঠানো হয়। ৩৭ দশমিক ৪৬ মেট্রিক টন ইলিশ নিয়ে ট্রাকগুলো ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। কলকাতার ৫টি প্রতিষ্ঠান ইলিশ আমদানি করছে।