খোঁজ এর মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন কুরকুরি, রানার্স নারায়নছড়া

খোঁজ এর মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন কুরকুরি, রানার্স নারায়নছড়া

বরাক তরঙ্গ, ২১ অক্টোবর : সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজ এর এক দিবসীয় মহিলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল কুরকুরি চা-বাগান দল। সংস্থার ২৫ বছর পূর্তি উপলক্ষে রবিবার কুরকুরি চা-বাগান মাঠে প্রফুল্লকুমার পাল ও মিলনরানি পালের স্মৃতিতে টুর্নামেন্ট শুরু দুপুর ১টায়। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় কুরকুরি চা-বাগান ও নারায়নছড়া চা-বাগান দল। খেলায় রিতা রাজোয়ারের জয়সূচক গোলে চ্যাম্পিয়ন খেতাব অর্জন করে কুরকুরি বাগান দল।

খেলায় অংশ নেয় চারটি দল। নারাইনছড়া চা-বাগান মহিলা ফুটবল দল, কুরকুরি চা-বাগান মহিলা ফুটবল দল, কালাইন বাগান মহিলা ফুটবল দল এবং হিলারা ও কোনাপাড়া মহিলা ফুটবল দল। চারটি দলের হাড্ডাহাড্ডি লড়াই করে ফাইনালে পৌঁছে কুরকুরি ও নারায়নছড়া।

খোঁজ এর মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন কুরকুরি, রানার্স নারায়নছড়া
রানার্স দলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন গীতা পাল।

খেলা শেষে চ্যাম্পিয়ন দল সহ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ফাইনাল খেলার সেরা খেলোয়াড় পুরস্কার পান রিতা রাজোয়ার। এ ছাড়া নারায়নছড়া দলের লক্ষ্মী মুণ্ডা সেরা ডিফেন্ডার, সেরা গোলকিপার রাখি রুদ্রপাল, সেরা খেলোয়াড় হিসেবে রেবতি মুণ্ডাকে পুরস্কৃত করা হয়। চ্যাম্পিয়ন দলকে প্রফুল্লকুমার পাল স্মৃতি ট্রফি শংসাপত্র ও এক সেট জার্সি এবং রানার্স দলকে মিলনরানি পাল স্মৃতি টফি ও এক সেট জার্সি ও শংসাপত্র।

খোঁজ এর মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন কুরকুরি, রানার্স নারায়নছড়া
ট্রফি নিয়ে অতিথিদের সঙ্গে চ্যাম্পিয়ন দল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএস কলেজের প্রাক্তন অধ্যক্ষ পরিতোষচন্দ্র দত্ত, সম্মানিত অতিথি আসনে ছিলেন প্রয়াত প্রফুল্লকুমার পালের ছেলে পঙ্কজ পাল, পুত্রবধূ গীতা পাল, কাটিগড়া ক্রীড়া সংস্থার সভাপতি কনক পাল, উপদেষ্টা চন্দন কর্মকার ও ফুলতলী বাগান ম্যানেজার সুখী কর্মকার, খোঁজের পক্ষে উপসভাপতি কল্যাণকুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক সজল লস্কর, ক্রীড়া সম্পাদিকা তাহেরা লস্কর প্রমুখ। বক্তব্যে মহিলা ফুটবলারদের খেলা দেখে প্রশংসা প্রশংসা করেছেন অনেকে।পঙ্কজ পাল বলেন, তিনি খেলাধুলাকে ভালবাসেন, তাঁর বাবার নামে এই খেলাটা খোঁজ আয়োজন করায় তিনি গর্বিত। সংস্থা গ্রামেগঞ্জে খেলাধুলার বিকাশে কাজ করার প্রশংসা করেন।

খোঁজ এর মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন কুরকুরি, রানার্স নারায়নছড়া

সাধারণ সম্পাদক সজল লস্কর জানান, খেলাধুলার বিকাশের জন্যই এই মহিলা ফুটবল আয়োজন তাঁদের। বরাকে খেলাধুলা বিকাশে তাঁরা বিভিন্ন খেলোয়াড়দের উৎসাহ দিতে নানা ভাবে সহযোগিতা করে যাচ্ছেন। আগামীতেও এই প্রয়াস চালিয়ে যাবেন।

Author

Spread the News