কুম্ভমেলা : ১৪০টি সমাজমাধ্যম হ্যান্ডেলের বিরুদ্ধে মামলা

২৬ ফেব্রুয়ারি : প্রয়াগরাজে কুম্ভমেলা নিয়ে ভুয়ো ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ১৪০টি সমাজমাধ্যম হ্যান্ডেলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে উত্তরপ্রদেশে। গত ১৩ জানুয়ারি শুরুর পর থেকে বিভিন্ন কারণে বিতর্কে জড়িয়েছে কুম্ভমেলার ব্যবস্থাপনা। কখনও পদপিষ্টের জেরে পুণ্যার্থীদের মৃত্যু, কখনও অগ্নিকাণ্ড- বিরোধীদের তোপের মুখে পড়েছে উত্তরপ্রদেশের বিজেপি সরকার। উত্তরপ্রদেশ বিধানসভাতেও এ নিয়ে তীব্র বাদানুবাদ হয়েছে। জবাব দিতে হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে।

এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশ পুলিশের ডিআইজি বৈভব কৃষ্ণ জানান, বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ১৪০টি সমাজমাধ্যম হ্যান্ডেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সব মিলিয়ে দায়ের হয়েছে ১৩টি এফআইআর। ডিআইজির বক্তব্য, ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর চেষ্টা হলেও কুম্ভমেলা ব্যাপকভাবে সফল হয়েছে। তবে কোন বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে এই পদক্ষেপ, তা পরিষ্কার করে বলেনি পুলিশ।

কুম্ভমেলা : ১৪০টি সমাজমাধ্যম হ্যান্ডেলের বিরুদ্ধে মামলা

Author

Spread the News