শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়ার পরামর্শ কৃষ্ণেন্দুর
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : আন্তর্জাতিক বই প্রদান দিবস উপলক্ষে শুক্রবার পাথারকান্দির একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করলেন রাজ্যের মীন, পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার বার্তা দিতেই তাঁর এই বিশেষ উদ্যোগ। দিনের প্রথম পর্বে মন্ত্রী উপস্থিত হন জুরবাড়ি হাজি কাসিম আলি হাইস্কুলে। সেখানে তিনি স্কুলের পরিকাঠামোগত উন্নয়নের কথা ঘোষণা করেন এবং প্রায় ৫৬ লক্ষ টাকা ব্যয়ে মঞ্জুরিকৃত অতিরিক্ত শ্রেণিকক্ষ ভবনের আনুষ্ঠানিক শিলান্যাস করেন। পরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের সুশিক্ষা, খেলাধুলা ও শারীরিক চর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি পড়ুয়াদের সাফল্যের শিখরে পৌঁছাতে অধ্যবসায়ের পাশাপাশি নিজেদের স্কুলের সুনাম ধরে রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে মন্ত্রীকে সংবর্ধনা জানিয়ে সম্মাননাপত্র প্রদান করা হয়। এরপর তিনি সোজা চলে যান চান্দখিরা স্বামী বিবেকানন্দ কলেজে, যেখানে আয়োজন করা হয়েছিল আন্তর্জাতিক বই প্রদান দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। কলেজের প্রেক্ষাগৃহে দাঁড়িয়ে তিনি শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়ার পরামর্শ দেন এবং বলেন, শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে জ্ঞান অন্বেষণে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের জীবনে আদর্শ হিসেবে স্বামী বিবেকানন্দকে গ্রহণ করার পরামর্শ দেন এবং তাঁর জীবনীভিত্তিক কয়েকটি বই নিজ হাতে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন। এদিনের অনুষ্ঠানে তিনি বাল্যবিবাহ রোধে রাজ্য সরকারের নেওয়া একাধিক প্রকল্প—মহিলাদের জন্য “নিযুত মইনা প্রকল্প ও স্কুটি বণ্টন কর্মসূচির কথাও উল্লেখ করেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসাহিত হয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, “আগামী দিনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নের জন্য আরও পরিকল্পনা নেওয়া হবে, যাতে ছাত্রছাত্রীরা আরও উন্নত সুযোগ-সুবিধা পায়। এই বিশেষ আয়োজন পড়ুয়াদের মধ্যে বিপুল উদ্দীপনা সৃষ্টি করেছে এবং বই পড়ার প্রতি তাদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন স্থানীয় শিক্ষাবিদরা।

