পাথারকান্দিতে আবাস যোজনার অনুমোদনপত্র বিতরণ মন্ত্রী কৃষ্ণেন্দুর

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৯ মার্চ : মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে বুধবার প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদনপত্র বিতরণ করা হল বাজারিছড়ায়। এদিন গোটা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে পাথারকান্দি কেন্দ্রেও প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদনপত্র বিতরণ করা হয়। পাথারকান্দি কেন্দ্রের অনুষ্ঠানটি আয়োজিত হয় বাজারিছড়া রামকৃষ্ণ সেবাশ্রমের প্রেক্ষাগৃহে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এছাড়াও উপস্থিত ছিলেন সাব-ডিস্ট্রিক্ট কমিশনার মিনার্ভা দেবী আরাম্বাম, অ্যাসিস্টেন্ট কমিশনার রূপক মজুমদার, লোয়াইরপোয়া ব্লকের বিডিও যুগান্তর কোঁওর, পাথারকান্দি ব্লকের বিডিও কার্তিক ছেত্রীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। মন্ত্রী ও অন্যান্য আধিকারিকরা আনুষ্ঠানিকভাবে হিতাধিকারীদের হাতে আবাস যোজনার অনুমোদনপত্র তুলে দেন।

পাথারকান্দিতে আবাস যোজনার অনুমোদনপত্র বিতরণ মন্ত্রী কৃষ্ণেন্দুর

মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, “আজ গোটা অসমে ৩ লাখ ৮৮ হাজারের বেশি হিতাধিকারীর হাতে আবাস যোজনার অনুমোদনপত্র তুলে দেওয়া হয়েছে, যা রাজ্যের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে প্রত্যেক মানুষের মাথার উপর একটি সুন্দর ছাদ নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। প্রকৃত সুবিধাভোগীদের যাতে কোনওভাবেই বঞ্চিত না করা হয়, সেদিকে কঠোর নজর রাখা হবে। দুর্নীতির কোনো জায়গা নেই, মধ্যস্থতাকারীদের প্রভাব খাটানোর সুযোগ দেওয়া হবে না। মন্ত্রী আরও জানান, এবার হিতাধিকারীরা নিজেরাই জিও-ট্যাগিং করতে পারবেন, যা এই প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করবে। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের জন্য মোট ৩৪৫২টি আবাস অনুমোদিত হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী অর্থবছরে ২০১৮ সালের তালিকাভুক্ত বাকি ঘরগুলোর অনুমোদন দেওয়া হবে এবং নতুন করে জিও-ট্যাগিংয়ের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করা হবে।

পাথারকান্দিতে আবাস যোজনার অনুমোদনপত্র বিতরণ মন্ত্রী কৃষ্ণেন্দুর

এছাড়াও তিনি অসমের অর্থনৈতিক উন্নয়নের প্রসঙ্গে বলেন, “গত ৯ বছরে রাজ্যে যে ঐতিহাসিক পরিবর্তন এসেছে, তা প্রশংসনীয়। আসাম এখন অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠছে। বাজেটে গ্রামীণ অর্থনীতিকে আরও সুদৃঢ় করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

Author

Spread the News