পাথারকান্দিতে চারটি বিদ্যালয়ে শ্রেণিকক্ষের শিলান্যাস কৃষ্ণেন্দু পালের

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বরাক তরঙ্গ, ২ জুলাই : গ্রামীণ ও চা-বাগান অধ্যুষিত অঞ্চলের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষা, পড়াশোনার সুযোগ এবং শ্রেণিকক্ষে আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার লক্ষে অসম রাজ্য সরকার একের পর এক প্রকল্প বরাদ্দ করে চলছে। এরই অঙ্গ হিসেবে শ্রীভূমি জেলার পাথারকান্দি কেন্দ্রের চা-বাগান সহ অন্যান্য এলাকায় শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে বুধবার দিনটি স্মরণীয় হয়ে রইল। এদিন রাজ্যে সরকারের মৎষ্য পশুপাল ও পূর্ত বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের হাত ধরে একযোগে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক পরিকাঠামো নির্মাণের শিলান্যাস ও ভূমি পূজন অনুষ্ঠান সম্পন্ন হয়। এই চারটি প্রকল্পই শিক্ষার পরিকাঠামোকে যুগোপযোগী করে তোলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। রাজ্যোর মন্ত্রী দলীয় নেতাকর্মীদের নিয়ে এদিন সকালে পাথারকান্দির শিক্ষা খণ্ডের পুথনি এমইএস স্কুল প্রাঙ্গণে ২ ইউনিট অতিরিক্ত শ্রেণীকক্ষ, একটি আধুনিক কম্পিউটার রুম ও একটি পাঠাগার নির্মাণের শিলান্যাস করেন মন্ত্রী। এতে এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্রছাত্রী ও স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

পাথারকান্দিতে চারটি বিদ্যালয়ে শ্রেণিকক্ষের শিলান্যাস কৃষ্ণেন্দু পালের

বক্তৃতায় মন্ত্রী বলেন, গ্রামের শিশুদের উন্নত ভবিষ্যৎ গড়তে আধুনিক পরিকাঠামো অপরিহার্য। আমাদের লক্ষ্য সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হলো সরকারে লক্ষ্য। একই ভাবে মন্ত্রী চা-বাগান অধ্যুষিত এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে সেফিনজুড়ি ভীল টি এস্টেট মডেল স্কুলে চা-বাগান অধ্যুষিত এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের সায়েন্স ল্যাবরেটরি, কম্পিউটার রুম সহ গ্রন্থাগার ও রান্নাঘর নির্মাণের জন্য  ভূমি পূজন সম্পন্ন করেন।পরে বৈঠাখাল এমইএস স্কুলে নির্মিত হবে ৩ ইউনিট অতিরিক্ত শ্রেণীকক্ষ, একটি কম্পিউটার রুম এবং একটি পাঠাগার শিল্লান্যাশ করেন এই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি হওয়ায় নতুন শ্রেণীকক্ষগুলি শিক্ষার পরিবেশকে আরও কার্যকর করে তুলবে। নির্মান হলেন পড়াশোনার জন্য পর্যাপ্ত কক্ষ কম্পিউটার শিক্ষা গ্রন্থাগার থেকে পাঠাভ্যাস গড়ে তোলা হবে এতে শিক্ষার্থীদের অগ্রগতির দ্বার খুলে দেবে।

পাথারকান্দিতে চারটি বিদ্যালয়ে শ্রেণিকক্ষের শিলান্যাস কৃষ্ণেন্দু পালের

একই ভাবে দুহালিয়া এক্সটেন্ডেড হাই স্কুলে বিজ্ঞান ল্যাবরেটরি, কম্পিউটার রুম, পাঠাগার ও রান্নাঘর নির্মাণের জন্য মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শিলান্যাস করেন।এই প্রকল্পের ফলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিজ্ঞানভিত্তিক শিক্ষায় অগ্রসর হওয়ার পাশাপাশি প্রযুক্তির সঙ্গে সংযুক্ত হতে পারবে বলে আশাবাদী স্থানীয় জনগণ এতে উপস্থিতিত বক্তারা বলেন প্রযুক্তি ও তথ্যভিত্তিক যুগে শিক্ষার মান উন্নয়ন ছাড়া কোনো বিকাশ সম্ভব নয়। এই প্রকল্প উন্নত মানের শিক্ষার ধার খোলে দেবে।

পাথারকান্দিতে চারটি বিদ্যালয়ে শ্রেণিকক্ষের শিলান্যাস কৃষ্ণেন্দু পালের

মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, আজকের এই ভিত্তিপ্রস্তর ভবিষ্যতের সম্ভাবনার বীজ। এটি শিক্ষার জগতে নতুন অধ্যায়ের সূচনা।এছাড়াও তিনি বলেন এই চারটি প্রকল্পই শিক্ষার গুণগত মানোন্নয়নের দিকে এক সাহসী অগ্রগতি। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আরও জানান, এক বিকশিত ভারতের স্বপ্ন পূরণে আমাদের সরকারের  অঙ্গীকার অটুট। শিক্ষাকে উন্নয়নের কেন্দ্রে রেখেই এগিয়ে চলছে আমাদের সরকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব গোটা রাজ্যে জোড়ে শিক্ষা মান উন্নয়নের ক্ষেত্রে আমূল পরিবর্তন আসেছে।

পাথারকান্দিতে চারটি বিদ্যালয়ে শ্রেণিকক্ষের শিলান্যাস কৃষ্ণেন্দু পালের

Author

Spread the News