লোয়াইরপোয়ায় রেশন কার্ড ইস্যু নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক কৃষ্ণেন্দু পালের
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৪ জুলাই : রেশন কার্ড সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানে জোর পদক্ষেপ নিতে শুক্রবার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের লোয়ারিপোয়া কো-অপারেটিভ সোসাইটিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মৎষ্য পশুপালন ভেটেনারি ও পূর্ত বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার দিকনির্দেশ অনুযায়ী, এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল পাথারকান্দি এলাকার এমন সব প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করা, যাঁরা এখনও রেশন কার্ড থেকে বঞ্চিত।বৈঠকে আলোচ্য প্রধান বিষয়গুলির মধ্যে ছিল উপভোক্তা তালিকা পর্যালোচনা ও বঞ্চিতদের চিহ্নিতকরণ দ্রুত এবং স্বচ্ছভাবে নতুন রেশন কার্ড বরাদ্দ খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকে আরও দৃঢ় করা উক্ত বৈঠকে লোয়াইরপোয়া কো-অপারেটিভ সোসাইটির কর্মকর্তাসহ, স্থানীয় প্রশাসনিক আধিকারিক ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
প্রাপ্ত খবরে জানা যায়, মন্ত্রীর উপস্থিতিতে এদিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনায় উঠে আসে, রেশন কার্ড সংক্রান্ত জটিলতা দূর করে সমাজের প্রান্তিক মানুষদের দ্রুত সুফল দেওয়ার প্রয়োজনীয়তা। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বৈঠকে জানান, জনগণের ন্যায্য অধিকার যাতে কোনওভাবেই বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার সক্রিয় হয়েছে। খুব শীঘ্রই রেশন কার্ড বরাদ্দ প্রক্রিয়া শুরু হবে এবং এতে থাকবে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা।এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, এই বৈঠকের মাধ্যমে রেশন কার্ড সংক্রান্ত দীর্ঘমেয়াদি সমস্যার স্থায়ী সমাধান হবে। এই উদ্যোগ নিঃসন্দেহে রাজ্যের খাদ্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন অনেকেই।