একই দিনে ৫টি আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন কৃষ্ণেন্দু পালের
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৫ জুলাই : একই দিনে পাঁচটি নবনির্মিত আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্র-এর দ্বার উন্মোচন করেন পূর্ত, মৎস্য ও পশুপালন দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শুক্রবার মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত দিয়ে পাথারকান্দি বিধানসভার বিভিন্ন চা-বাগান এলাকায় ৫টি নবনির্মিত আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন হল।
এদিন বেলা গড়াতে না গড়াতেই মন্ত্রী প্রথমে উপস্থিত হন ১২২ নং গোপালপুর আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, যেখানে স্থানীয় শিশুদের কোলাহলে মুখরিত হয়ে ওঠে উদ্বোধনের প্রাঙ্গণ। এরপর তিনি রওনা দেন ৫ নং পুতনী চা-বাগানের মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, যেখানে চা শ্রমিকদের সন্তানদের জন্য তৈরি হওয়া আধুনিক পরিকাঠামো সকলের দৃষ্টি কাড়ে। ধারাবাহিকতায় তিনি উদ্বোধন করেন ১৭০ নং চম্পাবাড়ি, ১০ নং লালখিরা এবং ১৪৩ নং নয়াডহর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন। উদ্বোধনের পর মন্ত্রী নিজ হাতে শিশুদের মধ্যে চকলেট ও লজেন্স বিতরণ করেন এবং তাঁদের সঙ্গে সময় কাটিয়ে ভালোবাসা ও স্নেহে ভরিয়ে দেন। তাঁর এহেন আন্তরিকতা উপস্থিত শিক্ষক, কর্মী ও অভিভাবকদের মনে আশার আলো জাগায়।

উল্লেখ্য, নয়াডহর কেন্দ্রের উদ্বোধন করেন বিজেপির পাথারকান্দি মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা। তিনিও জানান, বর্তমান সরকারের আমলে সমাজকল্যাণকে কেন্দ্র করে এক বিশাল রূপান্তর ঘটছে। শুধু পাথারকান্দি কেন্দ্রে প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে আরও ২৫-৩০টি আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণ দ্রুতগতিতে চলছে। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এদিন একাধিক সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে পরিচালিত উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তার স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষার প্রথম ভিত্তি গড়ে দেয় এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো। মা ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এদের ভূমিকা অনস্বীকার্য। তাই এই কেন্দ্রগুলোকে আদর্শ করে গড়ে তোলার জন্য রাজ্য সরকার বদ্ধপরিকর। এদিনের এই মহৎ উদ্যোগ শুধু পরিকাঠামোগত উন্নয়নই নয়, সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকলো পাথারকান্দি তথা গোটা রাজ্যের জন্য।