লটারিতে কৃষ্ণপুর ও নিয়াইরগ্রাম-বাগপুর জিপির সভাপতি নির্বাচন
বরাক তরঙ্গ, ১৬ জুলাই : চর্চায় থাকা সোনাইয়ের কৃষ্ণপুর ও নিয়াইরগ্রাম-বাগপুর দুই জিপির সভাপতি নির্বাচন করতে লটারির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হল। দুই জিপির গ্রুপ সদস্যরা তাঁদের সিদ্ধান্তে অনড় থাকলে কেউ কারও ঘর ভাঙতে পারেনি। ফলে ভোটাভুটি করতে হয়। আড়ালেই কোনও সদস্য তাঁদের মত পাল্টাননি। ফলে পাঁচ-পাঁচ ভোটে ড্র হয়। শেষে আধিকারিক ইউ আশিষ বিদ্যাধর ও বিডিও রিদওয়ান মজুমদার লটারি প্রক্রিয়ার আশ্রয় নেন। ভাগ্যে সঙ্গ দেয়নি কৃষ্ণপুর জিপির গ্রুপ সদস্যা আছিয়া বেগম মজুমদারের। বুধবার বাঁশকান্দি উন্নয়ন খণ্ডের কার্যালয়ে লটারিতে সভাপতির আসনে বসেন মরিয়ম বেগম বড়ভূইয়া। একইভাবে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাজু আহমেদ লস্কর।

এ দিকে, একই প্রক্রিয়া নিয়াইরগ্রাম-বাগপুর জিপি সভাপতি হিসেবে নির্বাচিত হন আফিয়া বেগম লস্কর। সহ-সভাপতি নির্বাচিত হন মুন্নি বেগম মজুমদার।
