রাতাবাড়ি ১০ নং ওয়ার্ডে কাইরুন নেসার বিজয় মিছিল
বরাক তরঙ্গ, ১২ মে : রাতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১০ নং মামবাড়ি ওয়ার্ডে কাইরুন নেসা ২৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বের হয় এক বিশাল বিজয় মিছিল। স্থানীয় বাসিন্দারা ঢাকঢোল বাজিয়ে স্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করেন এবং বিজয়ী প্রার্থীকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানান। এ সময় কৃতজ্ঞতা প্রকাশ করে প্রার্থী প্রতিনিধি আবুল খেয়ার বলেন, এই জয় কেবল আমার নয়, এটি মামবাড়ি ওয়ার্ডের প্রতিটি মানুষের বিজয়। আপনারা যে ভালোবাসা ও বিশ্বাস আমাকে দিয়েছেন, আমি তার মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। আগামী দিনে এই ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করাই হবে আমার একমাত্র লক্ষ্য।
উল্লেখ্য, এই ওয়ার্ডে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দ্বিতীয় স্থানে ছিলেন সামিম আহমেদ, যিনি পেয়েছেন ২৪৪ ভোট। তৃতীয় অবস্থানে ছিলেন আলতাব হোসেন, যার প্রাপ্ত ভোট ২১০। চতুর্থ স্থানে ছিলেন খাইরুল আলম চৌধুরী, যিনি পেয়েছেন ১১৭ ভোট। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ৩০ ভোটের ব্যবধানে কাইরুন নেসা বিজয় নিশ্চিত করেন।
