বিনা দ্বিধাই পারমাণবিক অস্ত্র ব্যবহার করব : কিম

৪ অক্টোবর : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রায়ই পরমাণু হামলার হুমকি দিয়ে থাকেন প্রতিবেশি দেশ দক্ষিণ কোরিয়া এবং তার মিত্রদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়িয়ে রেকর্ড হারে পরমাণু অস্ত্রের পরীক্ষানিরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।

এবার কিম জানিয়েছেন, যদি কোনও দেশ তার দেশে সামরিক হামলা চালানোর চেষ্টা করে, সেক্ষেত্রে কোনও রকম বিনা দ্বিধাই পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এ খবর জানিয়েছে।

কিম বলেন, ‘যদি শত্রু রা পিয়ংইয়ংয়ের ভূখণ্ডে উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘণ করে হামলার চেষ্টা করে,তাহলে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রসহ দখলে থাকা সব আক্রমণাত্মক শক্তি বিনা দ্বিধায় ব্যবহার করবে’’। কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার পিয়ংইয়ংয়ের পশ্চিমে একটি বিশেষ বাহিনীর সামরিক প্রশিক্ষণ ঘাঁটি পরিদর্শনের সময় কথা এ কথা বলেন কিম জং উন।

বিনা দ্বিধাই পারমাণবিক অস্ত্র ব্যবহার করব : কিম
বিনা দ্বিধাই পারমাণবিক অস্ত্র ব্যবহার করব : কিম

Author

Spread the News