জাতীয় চ্যাম্পিয়নশিপে যাচ্ছে খুঁদে কিকবক্সার প্রিয়া রাজকুমারী
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ আগস্ট : চেন্নাই জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছে ধলাই বিধানসভার কাটাখাল গ্রামের খুঁদে কিকবক্সার প্রিয়া রাজকুমারী। ২১ কেজি বিভাগে অংশ নেবে সে। বয়স সবেমাত্র তার ৮ বছর হয়েছে। আগামী ২৭-৩১ আগস্ট চেন্নাই শহরে জাতীয় এই চ্যাম্পিয়নশিপের আসর বসছে। ওয়াকো ইন্ডিয়া কিক বক্সিং ফেডারেশন এবং ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ কিক বক্সিং অর্গেনাইজেশনের সহযোগিতায় এর আয়োজক তামিলনাড়ু স্টেট অ্যামেচার কিক বক্সিং অ্যাসোসিয়েশন।
কাছাড়ের মেয়ে হলেও প্রিয়া খেলতে যাচ্ছে রাজ্য মণিপুরের হয়ে। দীর্ঘদিন ধরে জিরিবাম কিক বক্সিং অ্যাসোসিয়েশনের অধীনে প্রশিক্ষণ নিয়ে আসছে প্রিয়া। তাঁকে বিশেষভাবে তালিম দিচ্ছেন কোচ কে এইচ বসন্ত সিং ও এম চানিঙকোম্বি চানু।
উল্লেখ্য, প্রিয়ার মা এল রঞ্জিতা দেবী ও বাবা পেশাগত কারণে জিরিঘাটে থাকেন। মা জিরিঘাট সরকারি হাসপাতালে কর্মরত এবং বাবা রতন রাজকুমার ব্যাবসায়ী। এই অবস্থায় সেখানে তার বেড়ে উঠা। প্রসঙ্গত, জিরিবাম ডিস্ট্রিক্ট কিক বক্সিং অ্যাসোসিয়েশনের অধীনে। সংস্থাটির অধীনে ১০ প্রতিযোগি অংশ নিচ্ছে। এরমধ্যে সর্বকনিষ্ঠ হচ্ছে প্রিয়া।