আশ্রয় শিবিরে খিচুড়ি বণ্টন শ্যামসুন্দর জিউ মন্দির সমিতির

বরাক তরঙ্গ, ৪ জুন : বন্যাপীড়িতদের মধ্যে খিচুড়ি বণ্টন করল শ্যামসুন্দর জিউ মন্দির পরিচালন ও উন্নয়ন সমিতি। মঙ্গলবার বিভিন্ন স্কুলে আশ্রয় নেওয়া বন্যাক্রান্তদের মধ্যে শ্রী শ্রী শ্যামসুন্দর জিউর খিচুড়ি মহাপ্রসাদ বণ্টন করা হয়। প্রায় দুই হাজার মানুষ প্রসাদ গ্রহণ করেন। মহাপ্রসাদ বিতরণ করা হয় গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল, ডিএনএনকে স্কুল, নরসিং স্কুল, একে চন্দ ল’ কলেজ, রায়কুমার নন্দী পাঠশালার শিবিরগুলোতে।

আশ্রয় শিবিরে খিচুড়ি বণ্টন শ্যামসুন্দর জিউ মন্দির সমিতির

এই মহাপ্রসাদ বণ্টনে মন্দিরের ভক্ত তথা মন্দির সমিতির সদস্যবৃন্দরা যোগদান করেন এবং গভর্মেন্ট বয়েজ হাইস্কুল ও ডিএনএনকেকে স্কলের প্রধান শিক্ষকরাও অনুমতি প্রদান করে সহযোগিতা করেন। তাদের সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছেন ভারপ্রাপ্ত সম্পাদক দীপজ্যোতি রায়।

আশ্রয় শিবিরে খিচুড়ি বণ্টন শ্যামসুন্দর জিউ মন্দির সমিতির
Spread the News
error: Content is protected !!