পরিমলের হয়ে প্রচারে খাসি-জয়ন্তীয়া ডেভলপমেন্ট কাউন্সিল

বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : বিজেপিকে সমর্থন জানালো খাসি-জয়ন্তীয়া পাহাড়ি জনজাতি সমাজ। শিলচর সংসদীয় আসনে বিজেপি-র মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের পক্ষে বিভিন্ন খাসিয়া গ্রামে গিয়ে প্রচার চালাচ্ছে খাসি-জয়ন্তীয়া ডেভেলপমেন্ট কাউন্সিল। আর এভাবে মঙ্গলবার খাসি জয়ন্তীয়া  ডেভেলপমেন্ট কাউন্সিলের ব্যবস্থাপনায় পালংঘাট ব্লকের কালাখাল খাসিয়া পুঞ্জিতে এক সভা অনুষ্ঠিত হয়।

এতে বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের পক্ষে সমাজের প্রতিজন ভোটারকে ভোট দানের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন খাসি জয়ন্তীয়া ডেভেলপমেন্ট কাউন্সিল, আসাম এর চেয়ারম্যান সেভেস্টিম পটাম, কাউন্সিলের সদস্য ওয়ানবর পং, মরনিং সুজা, লুকাস মূকলাম, ওবিট সুচিয়াং। সভায় আমড়াঘাট ইউনিটের কালাখাল-১, কালাখাল ২, কৃষ্ণপুর, ভুবনহিল, ভুবনখাল, মেটনাথল খাসিয়া পুঞ্জির হেডম্যান সহ বিন লিংডো, ওয়েলিংটন কংওয়েল সহ বরাক  ভ্যালি খাসি জয়ন্তীয়া ওয়েলফেয়ার ওরগানাইজেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিন সভায় শেষে সংবাদ মাধ্যমে কাছে বিস্তারিত জানান খাসি জয়ন্তীয়া ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান সেভেস্টিম পটাম।

Author

Spread the News