খাকি পোশাকের আড়ালে লুকিয়ে আছে ভালোবাসা এবং করুণা

পিএনসি, হোজাই।
বরাক তরঙ্গ, ১২ মে : প্রায়শই আপনি এবং আমি খাকি পোশাক পরিহিত অসম পুলিশের কিছু পুলিশ সদস্যের নৃশংস ও অন্যায্য অত্যাচারের কথা শুনি। গণমাধ্যমে অনেক প্রতিবেদন রয়েছে যে পুলিশ কর্মকর্তারা বিভিন্ন সময়ে বেসামরিক নাগরিকদের উপর নির্মম ও অন্যায়ভাবে আক্রমণ করেছেন। অসম পুলিশের অনেক কর্মকর্তা ও কর্মচারী আছেন যারা সম্প্রতি সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের সময় কর্তব্যরত ছিলেন। ভোট গণনার সময় হোজাই কারাগারের উপ-পুলিশ সুপার ভাস্বতী চৌধুরীর একজন প্রার্থীর সাথে একটি ছোট শিশুকে ধরে রাখার একটি বিশেষ দৃশ্যের ছবি। বর্তমানে হোজাই জেলায় বিশেষ ভাবে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ছবিটি। কর্তব্যরত অবস্থায় হোজাই জেলার উপ আরক্ষী অধীক্ষক ভাস্বতী চৌধুরী শিশুটির প্রতি এই মাতৃ সুলভ আচরণ দেখানোয় সমগ্র হোজাই জেলার জনসাধারণ শ্রীমতি চৌধুরী কে ধন্যবাদ জানিয়েছেন।

খাকি পোশাকের আড়ালে লুকিয়ে আছে ভালোবাসা এবং করুণা

Author

Spread the News