‘গুরু রবিদাস পাঠদান কেন্দ্র’ নামে শিক্ষাকেন্দ্র শুরু কেশব স্মারকের

বরাক তরঙ্গ, ১ জুলাই : সামাজিক সংস্থা কেশব স্মারক সংস্কৃতি সুরভী বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে তার সমাজসেবার গতি অব্যাহত রেখে চলছে। শিক্ষা এবং সংস্কারের মাধ্যমে দেশ তথা সমাজের জন্য সুশিক্ষিত সুনাগরিক গড়ে তোলার উদ্দেশ্যে সোমবার বেরেঙ্গা রবিদাস পাড়াতে ‘গুরু রবিদাস পাঠদান কেন্দ্র’ নামের নতুন একটি শিক্ষা কেন্দ্র কচিকাঁচাদের জন্য শুরু করেছে সংস্থা। সুরভী সংস্থার প্রান্তীয় সহ-সভাপতি সুজিত কুমার দে মহাশয় তথা পাঠদান কেন্দ্রের স্থানীয় সভাপতি প্রেমলাল রবিদাস মহাশয় উপস্থিত আরো অন্যান্য অতিথিদের সহযোগে প্রদীপ প্রজননের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। সমাজের প্রত্যেক স্তরের মানুষ আমরা ভাই ভাই, কেউ আমাদের পর নয়, সমাজের উন্নয়নের জন্য হাতে হাত মিলিয়ে একত্রে কাজ করে যাবেন বলে সুজিত দে। তিনি তাঁর ভাষনে জনসমক্ষে তুলে ধরেন। এই পাঠদান কেন্দ্র সমাজের জন্য একটি বিশেষ শিক্ষা এবং সংস্কারের কেন্দ্রস্থল হয়ে ভবিষ্যতে সুনাম অর্জন করবে বলে তিনি যথেষ্ট আশাবাদী।

'গুরু রবিদাস পাঠদান কেন্দ্র' নামে শিক্ষাকেন্দ্র শুরু কেশব স্মারকের

এ ছাড়া আজকের এই পাঠদান কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠদান কেন্দ্রের সম্পাদক ফুলন্তী দেবী রবিদাস তথা সামাজিক কার্যকর্তা সুমন্ত নাথ সহ স্থানীয় বিশেষ ব্যক্তিবর্গ সমূহ। উদ্যোক্তা সংস্থার পক্ষ থেকে গোপাল চন্দ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

'গুরু রবিদাস পাঠদান কেন্দ্র' নামে শিক্ষাকেন্দ্র শুরু কেশব স্মারকের

Author

Spread the News