টাস্ক ফোর্স গঠন করে নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলির মূল্যের উপর নজর রাখা হবে : কৌশিক

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৭ আগস্ট : রাজ্যের খাদ্য, সরবরাহ গণবণ্টন খনি, গ্রাহক পরিক্রমা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যমানের ওপর নজর রাখতে জেলা ও ব্লক পর্যায়ে ভিজিলেন্স অ্যান্ড মনিটারিং কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন। মন্ত্রী রায় বৃহস্পতিবার হাইলাকান্দিতে এক রিভিউ মিটিংয়ে পৌরোহিত্য করে এই নির্দেশ দেন। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যমান যাচাইয়ের উদ্দেশ্যে খোলা বাজারে টাস্ক ফোর্সের মাধ্যমে সারপ্রাইজ ভিজিটও জারি থাকবে। এই টাস্ক ফোর্সে সরবরাহ, মৎস্য ভেটেরিনারি, পুলিশ এবং সাধারণ প্রশাসনের কর্মকর্তারা থাকবেন।

হাইলাকান্দি জেলায় রাজ্য  সরকারের নির্ধারিত ন্যূনতম মূল্যে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার মাত্র ১১ শতাংশ পূরণ হওয়ায় এফসিআইয়ের ভূমিকায় মন্ত্রী রায় অসন্তোষ প্রকাশ করেন। সভায় অংশ নিয়ে বিধায়ক জাকির হোসেন লস্কর জেলায় ধান সংগ্রহের ক্ষেত্রে এফসিআই এর কাজে কৃষকরা হয়রানির সম্মুখীন হন বলে অভিযোগ করেন। সভায় অংশ নিয়ে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব বিশ্বরঞ্জন সামাল ওজন ও পরিমাপ বিভাগকে রেশন দোকানগুলির ওজনের দাঁড়িপাল্লা পরীক্ষার নির্দেশ দেন। সভায় গণ বণ্টনের চাল বহনকারী গাড়িগুলির লোডের আগে এবং পরে ওজন পরীক্ষা করারও নির্দেশ দেওয়া হয়।

সভায় জেলা কমিশনার অভিষেক জৈন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যমান ধরে রাখতে সরকার গৃহীত সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানান। বৈঠকে বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী, পুরপতি মানব চক্রবর্তী, বিজেপি জেলা সভাপতি কল্যাণ গোস্বামী, বিজেপি নেত্রী মুন স্বর্ণকার অংশ নেন।

Spread the News
error: Content is protected !!