কাশ্মীর হামলা, নিন্দা ও ধিক্কার এসইউসিআই-র

বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : জম্মু কাশ্মীরে পর্যটকদের গুলি চালিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানালো এসইউসিআই (সি)। দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ ধিক্কার জানিয়ে বলেন, “জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হামলায় ২৮ জন পর্যটকদের মৃত্যু এবং ১২ জন মানুষের গুরুতর আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। ‘জনবিন্যাস পরিবর্তন’ এর প্রতিশোধের অজুহাতে নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই তৈবা (এলইটি) নিয়ন্ত্রিত রেজিস্টেন্স ফ্রন্ট (টিআরএফ) এই কাপুরুশোজিত হামলা চালিয়েছে। আমরা এই বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

এই ঘটনা প্রমাণ করে দিল কেন্দ্রীয় সরকার কাশ্মীরে বিপুল সংখ্যক সৈন্য মোতায়েন এবং নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করার দাবি যতই করুন তারা সাধারণ মানুষের নিরাপত্তা প্রদানে সম্পূর্ণ ব্যর্থ। তিনি দলের পক্ষে সরকারের কাছে দাবি জানান নিহত ও আহত প্রতিটি পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং এই পরিবারগুলিকে যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে দাবি জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সমস্ত অপরাধীকে কঠোরতম শাস্তি দেওয়ার।

জম্মু কাশ্মীর সহ দেশের সকল অংশের মানুষের কাছে আমাদের আবেদন এই জঘন্য ঘটনার বিরুদ্ধে প্রতিবাদের স্বরকে তীব্রতর করুন।”

কাশ্মীর হামলা, নিন্দা ও ধিক্কার এসইউসিআই-র

Author

Spread the News