গ্রীষ্মের ছুটিতে মামার বাড়িতে এসে করুণ মৃত্যু শিশুর
বরাক তরঙ্গ, ২৮ জুলাই : হৃদয়বিদারক ঘটনা! গ্রীষ্মের ছুটিতে তার মামার বাড়িতে বেড়াতে এসে প্রাণ হারাল সাত বছর বয়সী শিশু। নিহত শিশুটির নাম তেজস আগরওয়াল। মরিয়ানির বাসিন্দা। ঘটনাটি ঘটেছে ডিব্রুগড়ে।
ডিব্রুগড়ের থানা চারিয়ালির আম্বা হাইক অ্যাপার্টমেন্টে বেড়াতে এসে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হতে হয়।ফ্ল্যাট প্রাঙ্গণে খেলতে খেলতে একটি খোলা গর্তে পড়ে যায় তেজস। এ ঘটনায় মর্মান্তিক মৃত্যু ঘটে তেজসের।