পাথারকান্দিতে কার্তিক সেনার বিতর্কিত মন্তব্যে উত্তেজনা অব্যাহ, বিজেপি নেতাদের কড়া হুঁশিয়ারি
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : পাথারকান্দিতে রাজনৈতিক উত্তেজনা, কার্তিক সেনাকে চ্যালেঞ্জ ছুঁড়ল বিজেপি। তপশিলি সম্প্রদায়ের উপর বিতর্কিত মন্তব্য, বিজেপি নেতাদের কড়া প্রতিক্রিয়া।পাথারকান্দির তপশিলি এলাকায় প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহার বিতর্কিত মন্তব্যকে ঘিরে গত কয়েকদিন ধরেই সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার পারদ চড়ছে। সেই উত্তেজনা আরও বাড়িয়েছে এক প্রবীণ কংগ্রেস নেতা, যিনি গতকাল কার্তিক সেনার মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে পরোক্ষভাবে যেন তার সমর্থন করে বসেন। তাদের বয়ান সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার পর গেরুয়া শিবিরে তীব্র প্রতিক্রিয়ার ঢেউ সৃষ্টি হয়।
আজ মঙ্গলবার, লোয়াইরপোয়া ব্লক মণ্ডলের পক্ষ থেকে বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের নেতারা রীতিমতো সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রাক্তন বিধায়ক এবং যারা এই নিয়ে অহেতুক মন্তব্য করেছেন, তাদের একহাত নেন এবং কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।
সন্ধ্যায় লোয়াইরপোয়া মণ্ডল কার্যালয়ে মণ্ডল সভানেত্রী সম্পা রানি চৌধুরীর পৌরহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত বিভিন্ন ভাষা ও জাতিগোষ্ঠীর নেতারা প্রাক্তন বিধায়কের অপশব্দ এবং বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করেন। বক্তারা বলেন, “কার্তিকবাবু ২০০৬ সালে বিজেপি থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সকলের ভোটে। কিন্তু কীভাবে তিনি পিছপড়া তপশিলি সম্প্রদায়ের বিরুদ্ধে এমন হিনমন্যতা প্রকাশ করছেন, তা অত্যন্ত দুঃখজনক।”
তারা উল্লেখ করেন, যদিও কার্তিক সেনা বিজেপি থেকে বহিস্কৃত হয়েছেন, কিন্তু তার মেয়াদ উত্তীর্ণের পর তিনি পুনরায় বিজেপিতে যোগদান করার সুযোগ পেয়েও দলবদলের রাজনীতিতে মেতে ওঠেন। সেই কারণেই তাকে বিজেপি নেতারা ‘পল্টুরাম’ হিসেবে সম্বোধন করেছেন।
একই সঙ্গে, ড. মানস সিনহার বক্তব্যকেও তীব্রভাবে সমালোচিত করা হয়। বক্তারা বলেন, বিশেষ সম্প্রদায়কে খুশি করার উদ্দেশ্যে জাতিবিদ্বেষমূলক বক্তব্য ছড়ানো হচ্ছে, কিন্তু বিজেপি এই ধরনের প্ররোচনাকে সফল হতে দেবে না। দল আজও “সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস” মন্ত্রে উজ্জীবিত হয়ে কাজ করছে। কেন্দ্রের বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনগণও বিজেপির সঙ্গে ছিলেন এবং এখনও আছেন, এবং সবাই উন্নয়নের পক্ষে।
সভায় বক্তারা রীতিমতো কার্তিকবাবুকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “আগামী ছাব্বিশের মাঠে দেখা যাবে কার কতটুকু শক্তি রয়েছে।” পাথারকান্দির জনগণও মুখিয়ে রয়েছে তৃতীয়বারের জন্য বিজেপি বিধায়ক নির্বাচনের জন্য। এই পরিপ্রেক্ষিতে প্রাক্তন বিধায়ক তথা সদ্য কংগ্রেসে যোগ দেওয়া কার্তিক সেনাকে তার রাজনৈতিক পথ অনুসরণের শর্তেই বিজেপি পদাধিকারীরা উপদেশ দিয়েছেন।
সভায় উপস্থিত ছিলেন অনিল দাস বাবুল রবিদাস মণ্ডল সভানেত্রী সম্পারানি চৌধুরী শ্রীভূমি জেলা বিজেপির সহ সভাপতি ঋষিকেশ নন্দী শ্রীভূমি জেলা পরিষদ চেয়ারম্যান অনিলকুমার ত্রিপাঠি লোয়াইরপোয়া জেলা পরিষদ সদস্য স্বপন দাস গোপালধন সিনহা সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি মজির উদ্দিন প্রমুখ।