করিমগঞ্জ জেলা কংগ্রেস মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদত আহমদ চৌধুরী
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মুখপাত্র হিসেবে দায়িত্ব পেলেন শাহাদত আহমদ চৌধুরী (স্বপন)। অসম প্রদেশ কংগ্রেস স্বপনবাবুকে এই পদে নিয়োগ করেছে প্রদেশ কংগ্রেসের মিডিয়া ও জনসংযোগ বিভাগের চেয়ারম্যান বেদব্রত বরা। শাহাদত আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত থেকে সংগঠনের কাজ করছেন। তাঁর নেতৃত্বদানের ক্ষমতা, রাজনৈতিক সচেতনতা ও সংগঠনের প্রতি অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ প্রদেশ কংগ্রেস তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে।
দলীয় মহলে আশা করা হচ্ছে, তাঁর অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে করিমগঞ্জ জেলা কংগ্রেসের মিডিয়া সেল আরও শক্তিশালী হয়ে উঠবে এবং জনগণের সঙ্গে দলের সংযোগ আরও মজবুত হবে।