শিলচরে কনকলতা জন্মশতবর্ষ উদযাপন সমিতির সাইকেল র‍্যালি

সোনাবাড়িঘাট ও ধলাইয়ে স্বাগত জানালো_____

বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : কনকলতা জন্মশতবর্ষ উদযাপন সমিতি, কাছাড় এর বছরব্যপী কর্মসূচীর অঙ্গ হিসেবে এক সাইকেল র‍্যালি বের করা হয়। মঙ্গলবার সকাল ৯ টায় শিলচরের শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সবুজ পতাকা দেখিয়ে সাইকেল র‍্যালির সূচনা করেন সমিতির সভাপতি প্রাক্তন শিক্ষিকা গৌরী দত্ত বিশ্বাস ও অল অসম কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন কমিটির অন্যতম উপদেষ্টা আজহার হোসেন। র‍্যালি শুরুর আগে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি শিহাব উদ্দিন আহমেদ। তিনি বলেন, বীরাঙ্গনা কনকলতা পরাধীন ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের অপশাসনের বিরুদ্ধে লড়াই করে ১৯৪২ সালের ২০ সেপ্টেম্বর শহিদ হয়েছিলেন। তাঁর চেতনা ছিল সম্পূর্ণ অসাম্প্রদায়িক। অথচ আজ স্বাধীনতার ৭৮ বছর পর মানুষের সঙ্গে মানুষের বিভাজন তৈরির অপচেষ্টা চলছে।

শিলচরে কনকলতা জন্মশতবর্ষ উদযাপন সমিতির সাইকেল র‍্যালি

তিনি বলেন, কনকলতার জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সাইকেল রেলি আয়োজন করা হয়েছে যাতে মানুষের মধ্যে বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবোধের চেতনাকে শক্তিশালীরূপে গড়ে তোলা যায়। সাইকেল র‍্যালির সূচনায় সেখানে উপস্থিত ছিলেন সমিতির অন্যতম উপদেষ্টা প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ, সহ-সভাপতি অধ্যাপক স্মৃতি পাল, সুব্রতচন্দ্র নাথ, সম্পাদক দুলালী গাঙ্গুলি, ভবতোষ চক্রবর্তী, স্বাগতা ভট্টাচার্য, গৌরচন্দ্র দাস, পল্লব ভট্টাচার্য, স্বাগতা চক্রবর্তী, পরিতোষ ভট্টাচার্য, টুলু বাগতি প্রমুখ। সাইকেল র‍্যালি সোনাইরোড হয়ে সোনাবাড়িঘাটে পৌঁছালে সেখানে নিউ ইয়ং স্টার ক্লাবের পক্ষ থেকে সাইকেল আরোহীদের অভ্যর্থনা জানানো হয়। সেখানে কনকলতা প্রতিকৃতিতে মাল্যদান করেন ক্লাবের সম্পাদক নাজিম উদ্দিন, সমাজকর্মী, সাংবাদিক আলি আফসার আশু চৌধুরী। এরপর সাইকেল আরোহীরা ধলাই পৌঁছলে তাদের স্বাগত জানান ধলাই অঞ্চলের অন্যতম অগ্রণী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা মাতৃভূমি এনজিও এর সভাপতি সীতাংশু দাস, অশোক দাস, বাপ্পা পাল, প্রদীপ পাল, শংকর ভট্টাচার্য, পিংকু বর্মন, প্রবীণ বর্মন, রিপুল বর্মন, উদিত বর্মন, আলমিন খাসিয়া প্রমুখ। সাইকেল র‍্যালি দুপুরে ভাগাবাজারের বাম বিদ্যালয় হাইস্কুল প্রাঙ্গণে পৌঁছলে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক, শিক্ষিকারা তাদের স্বাগত জানান। সেখানে শহিদ কনকলতার জীবন ও সংগ্রামের বিষয়ে ছাত্রছাত্রীদের অবহিত করাতে অনুষ্ঠিত হয় একটি আলোচনা সভা।

শিলচরে কনকলতা জন্মশতবর্ষ উদযাপন সমিতির সাইকেল র‍্যালি

আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি প্রাক্তন শিক্ষক সুব্রতচন্দ্র নাথ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ সামসুল হক বড়ভূইয়া। সভার সঞ্চালনা করেন যুথিকারানি দাস, নজরুল ইসলাম রচিত একটি কবিতা আবৃত্তি করেন। এছাড়াও সভার শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের সম্পাদক দুলালী গাঙ্গুলি। আজকের সাইকেল র‍্যালিতে শিলচরের সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বিদ্যাপীঠ হাইস্কুল, কাছাড় হাইস্কুল, সোনাবাড়িঘাটের মইনুল হক হায়ার সেকেন্ডারি স্কুল, শিলডুবির ব্রজহরি মুসাফির হাইস্কুল, নরসিংপুরের স্বর্ণলক্ষী হায়ার সেকেন্ডারি স্কুল, কাবুগঞ্জের লক্ষীচরণ হায়ার সেকেন্ডারি স্কুল, পানিভরা হাইস্কুল ইত্যাদির শতাধিক ছাত্র অংশ নেয়।

শিলচরে কনকলতা জন্মশতবর্ষ উদযাপন সমিতির সাইকেল র‍্যালি
শিলচরে কনকলতা জন্মশতবর্ষ উদযাপন সমিতির সাইকেল র‍্যালি

Author

Spread the News