সংস্কৃত ভাষায় শপথ নিলেন কণাদ পুরকায়স্থ

২১ জুলাই : রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন কণাদ পুরকায়স্থ। সোমবার সকালে শপথ নেন তিনি। সংস্কৃত ভাষায় তিনি শপথ নেন। আজ থেকেই শুরু হয়েছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। অধিবেশনের শুরুতেই রাজ্যসভার সভাপতি তথা উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় উভয় সাংসদকে শপথ বাক্য পাঠ করান। এ দিন বীরেন্দ্র প্রসাদ বৈশ্যও শপথ নেন।

উল্লেখ্য, রাজ্যসভায় অসম গণ পরিষদের সাংসদ বীরেন্দ্র প্রসাদ বৈশ্য এবং বিজেপির সাংসদ মিশনরঞ্জন দাসের কার্যকাল শেষ হয়েছিল। সেই অনুযায়ী একটি আসনে আসনের জন্য বিজেপি কণাদ পুরকায়স্থকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, যদিও অগপ পুনরায় বীরেন্দ্র প্রসাদ বৈশ্যকেই প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। তবে, খালি হওয়া বৈশ্যর আসনের জন্য একাধিক অগপ নেতা প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করলেও শেষ মুহূর্তে দলের শীর্ষ নেতৃত্ব বৈশ্যকেই পুনরায় প্রার্থী হিসেবে ঘোষণা করে।

সংস্কৃত ভাষায় শপথ নিলেন কণাদ পুরকায়স্থ
Spread the News
error: Content is protected !!