কমলা হ্যারিসের বাবা মার্কসবাদের প্রতি গভীর অনুরাগ, মেয়ের ধারেকাছে নেই

৩০ আগস্ট : মার্কসবাদের প্রতি তাঁর গভীর অনুরাগ। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন দীর্ঘদিন। ৮৬ বছরের বৃদ্ধ সেই ডোনাল্ড জে হ্যারিস আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের (Kamala Harris) বাবা। কিন্তু বাবা মেয়ের সম্পর্ক শুধুই কাগজে কলমে। বাস্তবে তাঁদের মধ্যে দীর্ঘ দূরত্ব। কোনও সরকারি অনুষ্ঠানে বা জনসমক্ষে কমলা হ্যারিসের সঙ্গে কখনও দেখা যায়নি তাঁর বাবাকে।  এমনকি ২০২০ সালে কমলা বাইডেন প্রশাসনে ভাইস প্রেসিডেন্টের শপথ নেওয়ার সময়ও হোয়াইটহাউসের (White house) ধারকাছ মারাননি তিনি। সম্প্রতি কমলা নিজেও ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে তাঁর বাবার সঙ্গে সম্পর্ককে ‘ঘনিষ্ঠ নয়’ বলে ব্যাখ্যা দিয়েছেন।  তাঁর বাবা তাঁকে ‘ভয়ডর হীন’ হতে উৎসাহিত করেছেন বলে স্বীকার করেও কমলা জানিয়েছেন, তাঁর মা-ই তাঁকে বড় করেছেন। ৫ নভেম্বর হতে চলা আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে (American President Election) কমলা ডেমোক্র্যাটদের তরফে প্রার্থী হয়েছেন।

কমলার বাবা ডোনাল্ড জামাইকান হলেও মা শ্যামলা গোপালনের যোগ রয়েছে ভারতের সঙ্গে। তামিলনাড়ুর থুলাসেন্থিপুরম গ্রামেই কমলার মামাবাড়ি। তবে ১৯ বছর বয়সেই আমেরিকায় চলে আসেন শ্যামলা। ডোনাল্ড তখন লন্ডনে পড়াশোনা করে বার্কলেতে ক্যালিফোর্রনিয়া বিশ্ববিদ্যালয় (University of California) থেকে পিএইচডি করছেন। সেখানেই ১৯৬২ সালে ক্যানসারের গবেষক শ্যামলার সঙ্গে তাঁর পরিচয়। ১৯৬৩ সালে বিয়ে। কমলা হ্যারিসের জন্ম হয় ১৯৬৪ সালে। দম্পতির আরও এক মেয়ে মায়ার জন্ম হয় বছর তিনেক পর।  কিন্তু কমলার ৭ বছর বয়সেই বাবা-মায়ের ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে মা-ই সামলেছেন সব কিছু। ২০১৯ সালে ৭০ বছর বয়সে মায়ের কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়াটা তাই কমলার কাছে ব্যক্তিগত ক্ষতি। এরপরও বাবা মেয়ের সম্পর্কের শীতলতা কাটেনি।  নির্বাচনে কমলা জয়ী হয়ে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হলে এই দূরত্ব ঘুচবে কিনা সেটাই এখন প্রশ্ন।
সূত্র : উত্তরবঙ্গ সংবাদ।

কমলা হ্যারিসের বাবা মার্কসবাদের প্রতি গভীর অনুরাগ, মেয়ের ধারেকাছে নেই
কমলা হ্যারিসের বাবা মার্কসবাদের প্রতি গভীর অনুরাগ, মেয়ের ধারেকাছে নেই

Author

Spread the News