স্টিমারঘাটে গড় বেধে দিলেন কমলাক্ষ, বাংলাদেশি পণ্য বর্জনের আহ্বান
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : শ্রীভূমি জেলার স্টিমারঘাট দিয়ে ভারত থেকে বাংলাদেশে নৌকা যোগে আমদানি-রপ্তানি বন্ধ করে দিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সোমবার শ্রীভূমি শহরের স্টিমারঘাটে বাংলাদেশের পণ্য সামগ্ৰী জ্বালিয়ে প্রতিবাদ সাব্যস্ত করলেন বিধায়ক কমলাক্ষ সহ তাঁর অনুরাগীরা। বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের পণ্য আমদানি ও রপ্তানি বন্ধের দাবি তুলে বিধায়ক পুরকায়স্থ।
উত্তর শ্রীভূমি দিয়ে কোনও ধরনের আমদানি-রপ্তানি করতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দেন বিধায়ক কমলাক্ষ। পাশাপাশি বাংলাদেশি পণ্য বর্জন করার আহ্বান জানান।
