হায়দরাবাদে সড়ক দুর্ঘটনায় মৃত্যু কালাইনের যুবকের

বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : হায়দরাবাদে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিহাড়ার কালাইন এলাকার যুবক কবির উদ্দিন (২৮)। পেশায় তিনি ছিলেন একজন লরি চালক। শুক্রবার রাতে ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়।
কবির উদ্দিনের কালাইন অঞ্চলের সরিষাকুড়ি গ্রামের প্রয়াত হাজি তয়ব আলির ছেলে। গ্রামে এ খবর পৌঁছলে শোকের ছায়া।
এদিকে, কবির উদ্দিনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কাটিগড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন লস্কর, বিশিষ্ট সমাজসেবী মওলানা এনাম উল্লাহ, ভাঙ্গারপারের ব্যবসায়ী মুজাহিদুল ইসলাম প্রমুখ।