কালাইনে রহস্যজনক মৃত্যু দুই সন্তানের জননীর, মামলা

বরাক তরঙ্গ, ২৯ মার্চ : কালাইনের ভৈরবপুরে রহস্যজনকভাবে মৃত্যু ঘটল দুই সন্তানের জননীর। মৃত মহিলার ভাই ইসলাম উদ্দিন অভিযোগ করে বলেন, পরকীয়ায় মগ্ন বোনের স্বামী তাকে বিষ পান করিয়ে হত্যা করা হয়েছে।   ভৈরবপুর দ্বিতীয় খণ্ডের শাহিন আহমেদের সঙ্গে বোনকে বিয়ে দিয়ে ছিলেন। তাদের দু’টি সন্তানও রয়েছে।

তিনি বলেন, বেশ ক’দিন থেকে  পরকীয়ায় পড়েছিল শাহিন আহমেদ। এমনকি সামাজিক মাধ্যমেও একটি ছবি ভাইরাল হয় শাহীন ও অন্য মহিলার। এতেই তাদের পরিবারে সৃষ্টি হয় অশান্তি। এ নিয়ে শাহিন তার স্ত্রীর ওপর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে বলে জানান। বৃহস্পতিবার রাতে শাহিন স্ত্রীকে অসুস্থ অবস্থায় কালাইনের সরকারি হাসপাতালে নিয়ে আসেন। শুক্রবার তার মৃত্যু ঘটে। মৃত্যুর আগে ওই মহিলা ভাইকে সবকিছু বলে যায়, এমনকি গত রাতেও ফোন যুগে তাদের স্বামী-স্ত্রীর পারিবারিক ব্যাপার ও বিষ পান করানোর ব্যাপারে অবগত করে তাকে জানান ইসলাম উদ্দিন। 

এদিকে, শাহিন আহমেদ জানান, তার স্ত্রীর সঙ্গে কোনও বিবাদ নেই, এমনকি পরকীয়ার বিষয়টিও ভিত্তিহীন বললেন। শুক্রবার কালাইন পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়

কালাইনে রহস্যজনক মৃত্যু দুই সন্তানের জননীর, মামলা
কালাইনে রহস্যজনক মৃত্যু দুই সন্তানের জননীর, মামলা
Spread the News
error: Content is protected !!