কালাইনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন মহিলার মর্মান্তিক মৃত্যু

বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উল্টো দিকে এক মানসিক ভারসাম্যহীন মহিলার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। দুর্ঘটনাটি ঠিক কোন সময়ে সংঘটিত হয়েছে তা নিশ্চিতভাবে জানা না গেলেও, স্থানীয়দের ধারণা এটি গতকাল রাতেই ঘটে।

বুধবার সকালে পথচারীরা রাস্তার পাশে মহিলার নিথর দেহ দেখতে পান। খবর পৌঁছায় কালাইন থানায়, এবং পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

মৃতের মাথা, হাত এবং শরীরের বিভিন্ন স্থানে গভীর জখমের চিহ্ন পাওয়া গেছে, যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, কোনও দ্রুতগামী গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল সন্ধ্যার পরও ওই মহিলাকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল।

Spread the News
error: Content is protected !!