কালাইনে রহস্যজনক অবস্থায় উদ্ধার পুলিশকর্মীর মৃতদেহ

বরাক তরঙ্গ, ১৩ জুলাই : কালাইন থানার কোয়ার্টারে রহস্যজনক অবস্থায় উদ্ধার হল এক পুলিশকর্মীর মৃতদেহ। রবিবার ভোরে কালাইন থানার কোয়ার্টারে ইউনিফর্ম ও বুট পরা এবং হাঁটু গেড়ে দাঁড়ানোর মতো পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত ওই পুলিশকর্মীর নাম আলিম উদ্দিন। জানা গেছে, শনিবার রাতে ডিউটি শেষ করে থানায় নিজের রুমে এসে ঘুমিয়ে ছিলেন।এবং পরদিন সকাল অর্থাৎ রবিবার সকালে দরজা না খোলায়, প্রথমে অন্যান্য পুলিশকর্মীরা ডাকাডাকি করেন। কিন্ত সে কোন জবাব না দেওয়ায়, অবশেষে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকলে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থা তার মৃতদেহ দেখতে পান বলে জানা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কালাইন থানায় থাকা পুলিশকর্মীদের মধ্যে।

এদিকে, খবর পেয়ে উপস্থিত হন সার্কল অফিসার রবার্ট ট্রলো। এবং দেহকে উদ্ধার করে ময়নাতদন্তে শিলচর পাঠান। জানা গেছে, এ পুলিশ কর্মীর বাড়ি শিলচর শহরতলি তোপখানা দ্বিতীয় খণ্ডে। তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী ও দুই মেয়ে। পরিবারের লোকরাও পৌঁছেন থানায়। আলিম উদ্দিন আত্মহত্যা না অন্য কোন ঘটনা তা তদন্তে রেরিয়ে আসবে।

কালাইনে রহস্যজনক অবস্থায় উদ্ধার পুলিশকর্মীর মৃতদেহ

Author

Spread the News