বাজারিছড়ার কালাছড়া নেতাজি সংঘের নানা অনুষ্ঠান

বাজারিছড়ার কালাছড়া নেতাজি সংঘের নানা অনুষ্ঠান

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : পাথারকান্দি বিধানসভার অন্যতম সামাজিক সংগঠন বাজারিছড়ার কালাছড়া নেতাজি সংঘের উদ্যোগে ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিবস পালিত হয়। এতে সহযোগিতা করে বিভিন্ন স্থানীয় সংগঠন যেমন পূর্ব কালাছড়া যুবশক্তি ক্লাব, বাজারিছড়া অটো অ্যাসোসিয়েশন, বাজারিছড়া ও কালাছড়া বাজার কমিটি, এবং আরও অনেকে। সকালে কালাছড়া হাসপাতাল রোড নেতাজি সংঘের শহিদ বেদী থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা হয়। প্রায় দুই সহস্রাধিক মানুষ, স্কুলের পড়ুয়া, এবং স্থানীয় বাসিন্দারা এই র‍্যালিতে অংশগ্রহণ করেন। নেতাজির প্রতিচ্ছবি সহযোগে সুসজ্জিত ইরিস্কা ও ব্যান্ড দলের তালে র‍্যালিটি এলাকার বিভিন্ন রাজপথ পরিক্রমা করে বাজারিছড়ায় স্থাপিত নেতাজির প্রতিমূর্তির সামনে সমাপ্ত হয়।

বাজারিছড়ার কালাছড়া নেতাজি সংঘের নানা অনুষ্ঠান

র‍্যালি চলাকালে সুভাষচন্দ্র বসুর স্মরণে স্লোগান এবং তাঁর ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়। “তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব” এবং “হায়রে সুভাষ কোথায় গেলি”—এই ধরণের উক্তিতে জনগণ মুখরিত হয়। পরে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন সংঘের সভাপতি প্রমেশ দাস। প্রদীপ প্রজ্বলন করেন সংঘের উপদেষ্টা সন্দীপ কর পুরকায়স্থ। এছাড়া মাল্যদান করেন সংঘের প্রাক্তন ও বর্তমান সভাপতি, স্থানীয় বাজার কমিটির সদস্য, যুবশক্তি ক্লাব এবং ভিলেজ অর্গানাইজেশনের প্রতিনিধিরা।

বাজারিছড়ার কালাছড়া নেতাজি সংঘের নানা অনুষ্ঠান

অনুষ্ঠানের সমাপ্তি পর্বে নেতাজীর বর্ণময় জীবনী ও তাঁর স্বাধীনতা সংগ্রামের অবদানের উপর আলোচনা করেন সংঘের প্রাক্তন সভাপতি বিভাষ দাস এবং অন্যান্য বক্তারা। তাঁরা যুব প্রজন্মকে নেতাজীর আদর্শে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। শেষে সংঘের সাধারণ সম্পাদক অমিত দেব, অনুষ্ঠানকে সফল করার জন্য সকল সহযোগী সংগঠন ও উপস্থিত জনগণকে ধন্যবাদ জানান।

Spread the News
error: Content is protected !!