বিশাল ব্যবধানে জয়ী কাইদি এফসি

শামিম বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৪ মে : কাবুগঞ্জে বিশাল ব্যবধানে জয়লাভ করল কাইদি এফসি শিলচর। শনিবার কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমি আয়োজিত নাইন-এ সাইড ফুটবলে তারা ৭-২ গোলে হারায় ইয়ংস্টার ক্লাব কর্কটকে। লক্ষ্মীচরণ হাইস্কুলের খেলার মাঠে চলা ম্যাচে হ্যাটট্রিক করেন রিয়াং। এ ছাড়া জোড়া গোল করেন শিমপুর এবং একটি করে সালোমান ও বানাস গোল করেন। বিপক্ষের দু’টি গোল করেন আনর হুসেন। খেলায় সেরা খেলোয়াড় পুরস্কার পান বিয়াং। ম্যাচ পরিচালনা করেন  শঙ্কর ভট্টাচার্য, শামিম আহমেদ বড়ভূইয়া ও জাফর বড়ভূইয়া। আগামীকাল খেলবে শুকতলা এফসির বিপক্ষে লায়লাপুর এফসি।

বিশাল ব্যবধানে জয়ী কাইদি এফসি

এদিকে, কাইদির এফসি শিলচরের হয়ে অনুমানিক ৫০ জন কাইদি এফসি একটি টিম দলের সাপোর্টার হয়ে এসছিলেন এবং কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমি তাঁদের স্বাগত জানায়। এ দিন তাঁরা লক্ষ্মীচরণ হাইস্কুলে ৫০টি গাছের চারা রোপন করেন।  

বিশাল ব্যবধানে জয়ী কাইদি এফসি
Spread the News
error: Content is protected !!