কাবুগঞ্জ জনতা কলেজের হীরক জয়ন্তী উৎসব ১৭ই

বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : কাবুগঞ্জ জনতা কলেজের বহুকাঙ্খিত হীরক জয়ন্তী উৎসবের সমাপণ অনুষ্ঠান আগামী ১৭ ই নভেম্বর রবিবার অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য হীরক জয়ন্তী উৎসব উদযাপন সমিতির আহ্বায়ক ডঃ সুজাতা পালিত জনতা কলেজের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। 

এদিকে অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে ড. সুজাতা পালিত জানান এদিন সকাল ৮টায় প্রভাতফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। তিনি জানান পুরো দিনব্যাপী বিভিন্ন কার্য্যক্রমের মধ্যে রয়েছে পতাকা উত্তোলন, হীরক জয়ন্তী স্মারক উন্মোচন, বিভিন্ন ধরনের সেল কাম এগজিবিশন স্টলের উদঘাটন। এছাড়াও রয়েছে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, আলোচনাচক্র, আমন্ত্রিত অতিথিদের বক্তব্য, হীরক জয়ন্তী স্মরণিকা বিভিন্ন ভাষা বিভাগের ম্যাগাজিন প্রকাশ করা। সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে ছাত্রছাত্রী, কলেজ প্রাক্তণী, আমন্ত্রিত অতিথিদের পরিবেশিত অনুষ্ঠান বলে জানান ড. সুজাতা পালিত। এক প্রেস বার্তায় এ খবর জানান জনতা কলেজ প্রাক্তনী সমিতির সহঃ প্রচার সম্পাদক কমলেশ দাশ। 

কাবুগঞ্জ জনতা কলেজের হীরক জয়ন্তী উৎসব ১৭ই
Spread the News
error: Content is protected !!